ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আই-লাইফ’র নতুন ল্যাপটপ ‘জেড এয়ার’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আই-লাইফ’র নতুন ল্যাপটপ ‘জেড এয়ার’ আই-লাইফ’র নতুন ল্যাপটপ ‘জেড এয়ার’

যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘আই-লাইফ’ ব্র্যান্ডের নতুন ল্যাপটপ ‘জেড এয়ার’ মাত্র ১৬ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে দেশের বাজারে।

ইন্টেল কোয়াডকোর প্রসেসর ও অরিজিনাল উইন্ডোজ ১০ সমৃদ্ধ এ ল্যাপটপটি বাজারজাত করছে সুরভী এন্টারপ্রাইজ লিমিটেড।

মাত্র ১.২৫ কেজি ওজনের এই ল্যাপটপের এইচডি পর্দার আকার ১৪ ইঞ্চি যা সকল কাজের উপযোগী।

ল্যাপটপটিতে যুক্ত অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ১০ হাজার এমএএইচ ব্যাটারি যা টানা ৮ ঘণ্টা কার্যক্ষমতা প্রদান করে, রয়েছে ২ জিবি ৠাম, ৩২ জিবি এসএসডি স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়।  

ডিভাইসটির আকর্ষণীয় দিক হচ্ছে বিনামূল্যে ১০০ জিবি ক্লাউড স্পেস ব্যবহারের সুবিধা।

এছাড়া রয়েছে ২টি ইউএসবি পোর্ট টু, এইচডিএমআই ও মাইক্রো এসডি কার্ড পোর্ট।

ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্রে, সিলভার ও গোল্ডেন রংয়ে।

শিক্ষার্থীদের পাশাপাশি অফিস এবং ব্যক্তিগত কাজেও ডিভাইসটি সাচ্ছন্দ্যে ব্যবহারযোগ্য।  

ডিভাইসটি www.pickaboo.com থেকে কিস্তিতে কেনার সুবিধাও রয়েছে।

ঢাকার বিসিএস কম্পিউটার সিটির (আইডিবি ভবন) রাইয়ান্স কম্পিউটারস, টেক ভিউ, স্টার টেকের শোরুম এবং এলিপ্যান্ট রোডে মাল্টিপ্লান সেন্টারের বেসিক টেকনোলজি শো রুমে পাওয়া যাবে জেড এয়ার। এছাড়া রংপুর, রাজশাহী, চট্টগ্রামসহ, বিসিএস কম্পিউটার মার্কেটের অনুমোদিত ডিলারের শোরুমে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।