ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউটিউবে প্রতিদিন দেখা হচ্ছে ১০০ কোটি ঘণ্টা ভিডিও

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ইউটিউবে প্রতিদিন দেখা হচ্ছে ১০০ কোটি ঘণ্টা ভিডিও জনপ্রিয়তা বাড়ছে ইউটিউবে

ইউটিউবে একটি ভিডিও কতবার দেখা হচ্ছে সেটা ভিডিওটিতে গেলেই বুঝতে পারছে যে কেউ।

কিন্তু একটি ভিডিও কতক্ষণ দেখা হয়েছে সেটা জানার সুবিধা ইউটিউবে যোগ করা হয়েছে মাত্র বছর খানেক আগে। তাই এখন সহজেই জানা যাচ্ছে কতক্ষণ দেখা হচ্ছে একটি চ্যানেলের ভিডিও।

তবে ইউটিউব এবং ইউটিউবারদের জন্য সুখবর হল, ব্যবহারকারীদের আগ্রহের মাপকাঠিতে প্রতিদিন সর্বসাকুল্যে ভিডিও দেখার হিসেবটি এখন ঈর্ষনীয় পর্যায়ে পৌঁছাতে পেরেছে।

মঙ্গলবার ইউটিউবের তরফে জানানো হয়েছে, দুনিয়াজুড়ে প্রতিদিন এখন মানুষ প্রায় ১০০ কোটি ঘন্টারও বেশি সময় ইউটিউব ভিডিও দেখছে। প্রতিদিন যত সময় ভিডিও দেখা হচ্ছে তা যদি কোন একক ব্যক্তি দেখতে চায় তাহলে তার ১ লাখ বছরেরও বেশি সময় লাগবে।

ইউটিউব আরও জানিয়েছে, এই যে এত সময় ভিডিও দেখা হচ্ছে তার অর্ধেক কিন্তু দেখা হচ্ছে মোবাইল থেকে। আর বাকী অর্ধেক দেখা হচ্ছে অন্যান্য ডিভাইস থেকে।
এছাড়া ইউটিউব আরেকটি মজার তথ্য জানিয়েছে, প্রতিদিন যে এত এত সময় ভিডিও দেখা হচ্ছে তার অর্ধেক সময়টাই দেখা হচ্ছে কিন্তু শব্দ ছাড়া।

এর মানে হল, ইউটিউব ব্যবহারকারীদের বৃহৎ একটি গোষ্ঠী শব্দ ছাড়াই সাবটাইটেল দিয়ে ভিডিও দেখতে ভালবাসেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
টিএস/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।