ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আন্তঃ বিশ্ববিদ্যালয় রিপ্লে-প্রোগ্রামিং প্রতিযোগিতা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আন্তঃ বিশ্ববিদ্যালয় রিপ্লে-প্রোগ্রামিং প্রতিযোগিতা সিটি ইউনিভার্সিটিতে রিপ্লে-প্রোগ্রামিং প্রতিযোগিতা

সিটি ইউনিভার্সিটির ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় আন্তঃ বিশ্ববিদ্যালয় রিপ্লে-প্রোগ্রামিং প্রতিযোগিতা।
 

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে শনিবার পাঁচ ঘন্টাব্যাপী “সিএসই ফেস্টিভ্যাল: আন্তঃ বিশ্ববিদ্যালয় রিপ্লে প্রোগ্রামিং প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়।

দেশের ৬৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮৪৩ জন শিক্ষার্থী ২৮১টি টিম গঠন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিপলু হাওলাদারের নেতৃত্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সদস্যের একটি বিচারক দল এতে দায়িত্ব পালন করেন।

কনটেস্ট ডিরেক্টরের দায়িত্ব পালন করেন সিটি ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান মোঃ সাফায়েত হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।