ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে `লেনোভো বিজনেস ডিসকাশন'

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে `লেনোভো বিজনেস ডিসকাশন' ছবি: `লেনোভো বিজনেস ডিসকাশন'এ অতিথিরা

দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘লেনোভো বিজনেস ডিসকাশন-২০১৭’।
 

অনুষ্ঠানে লেনোভোর রিজিওনাল সেলস ম্যানেজার শেখর কর্মকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে লেনোভো-২০১৭ এর পরিকল্পনাগুলো তুলে ধরেন। এরপর লেনোভোর মহাব্যবস্থাপক নিরাজ পাঞ্চয়েলি লেনোভোর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে উপস্থিত সকলের সাথে আলোচনা করেন  ও তাদের মতামত গ্রহণ করেন।

গ্লোবাল ব্র্যান্ডের ডিরেক্টর জসিমউদ্দিন খন্দকার তার বক্তব্যের মাধ্যমে পুরো বিশ্বের মত বাংলাদেশেও ভবিষ্যতে লেনোভোর চাহিদা যেন আরো বৃদ্ধি পায় সেই প্রত্যাশায় ডিলারদের উৎসাহ দেন।

এই আয়োজনে আরও বক্তব্য রাখেন গ্লোবাল ব্র্যান্ডের এমডি রফিকুল আনোয়ার, চেয়ারম্যান আব্দুর ফাত্তাহ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের জিএম সমীর কুমার দাস, কামরুজ্জামান ও মনিরুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।