ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বন্ধ থাকা সিমের অর্থ ফেরতের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বন্ধ থাকা সিমের অর্থ ফেরতের নির্দেশ

ঢাকা: বন্ধ সিমের টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)।

মোবাইল ফোন অপারেটরগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম।

রোববার (১২ ফেব্রুয়ারি) বাংলানিউজকে তিনি বলেন, অবৈধ ভিওআইপিসহ (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাওয়া সিমের অর্থ ফেরতের নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতোমধ্যে গ্রামীণফোন নয় কোটি ৩৬ লাখ টাকা বিটিআরসিতে ফেরত দিয়েছে।

অন্য অপারেটরদেরও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বিটিআরসি সচিব।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।