ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের শিক্ষাকে ডিজিটাল করতে বিনিয়োগে আগ্রহী চীন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
বাংলাদেশের শিক্ষাকে ডিজিটাল করতে বিনিয়োগে আগ্রহী চীন ছবি: সংগৃহীত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল রুপান্তরের জন্য কারিগরি ও আর্থিক সহায়তা দেবে চীন।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের কার্যালয়ে (বেসিস) সংগঠনের সভাপতি মোস্তাফা জব্বারের সাথে চায়না সাউথ পাবলিশিং ও মিডিয়া গ্রুপের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এসময় তারা এই আগ্রহ প্রকাশ করেন।

চায়না সাউথ পাবলিশিং ও মিডিয়া গ্রুপের প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা জেমস শু এবং লরা ট্যাঙ্গ। কিভাবে তারা বই, পত্রিকা থেকে শুরু করে ডিজিটাল কনটেন্ট তৈরিতে ভূমিকা রাখছেন এসব তথ্য তুলে ধরেন।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের শিক্ষাকে ডিজিটাল করার জন্য কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বেসিস সভাপতি চীনা প্রতিষ্ঠানটির এই আগ্রহকে দেশের চার কোটি শিক্ষার্থীর পক্ষ থেকে স্বাগত জানায়। বিশেষত ডিজিটাল ডিভাইস ও ডিজিটাল উপাত্ত উন্নয়নে চীন সহায়তা করলে বেসিস সদস্যরা এক্ষেত্রে সকল প্রকারের সহায়তা করবে বলেও উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।