ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে মেসেজ সম্পাদনা, প্রত্যাহারের সুবিধা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
হোয়াটসঅ্যাপে মেসেজ সম্পাদনা, প্রত্যাহারের সুবিধা ছবি: সংগৃহীত

আগামীতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বন্ধুকে পাঠানো মেসেজটি যদি অন্য কারো কাছে চলে যায়, তাতে চিন্তা নেই।

আগামীতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বন্ধুকে পাঠানো মেসেজটি যদি অন্য কারো কাছে চলে যায়, তাতে চিন্তা নেই।

কারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিকট ভবিষ্যতে নির্ভুলভাবে মেসেজ পাঠানো বা ফিরিয়ে নেয়ার মতো ক্ষমতা লাভ করতে যাচ্ছে।

এক টুইট বার্তায় প্রথমে এই আপডেটের ইঙ্গিত আসলে তা ছড়িয়ে পড়ে অনলাইনে।

এরপর কিছু প্রতিবেদনে জানানো হয়, ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ আকর্ষণীয় দুইটি ফিচার নিয়ে আসছে যা অ্যাপটিকে আরো বেশী মূল্যবান করবে। এজন্য আইফোনের জন্য বেটা ভার্সন নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

এরইমধ্যে সুবিধাটি ডিভাইসে থাকলেও ব্যবহারকারী পর্যায়ে ফিচারটির কার্যক্ষমতা ডিফল্ট আকারে বন্ধ করা আছে। এটি এখন উন্নয়নাধীন অবস্থায়।

এর আরেকটি ফিচার সম্পর্কে বলা হয়েছে ব্যবহারকারীরা আর্কাইভ ফাইল যেমন জিপ এবং আরএআর শেয়ারের আগে ভালভাবে দেখে নিতে পারবেন। এই ফিচারটিরও ইঙ্গিত এসছে ঐ একই অ্যাকাউন্টের মাধ্যমে।

এদিকে মেসেজ প্রত্যাহার বিষয়ক ফিচারটি নিয়ে অনুমান করা হচ্ছে, নিশ্চয় প্রাপকের কাছে পাঠানো সেই মেসেজ সম্পূর্ণভাবে অপসারণ হবে। কিন্তু এটা যথাযথভাবে কাজ করবে মেসেজটি প্রাপক না দেখার আগ পর্যন্ত।

এছাড়া কোনো ব্যবহারকারী এখন ডিলিট মেসেজ ফিচারটি যদি পান, তাহলে এটি মেসেজকে অপসারণ করবে শুধু ডিভাইস পর্যায়ে, আর রিভোক ফিচার মেসেজকে অপসারণ করবে গ্রহীতা পর্যায়ে।

গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রিভোক ফিচারটি সম্ভবত কাজ করবে মেসেজটি অনেকক্ষণ চেপে ধরায়।
আর এডিটের বেলায় শুধু সাম্প্রতিক মেসেজগুলো এডিট করা যাবে আগের গুলো না।

এদিকে অ্যান্ড্রয়েডে সুবিধাটি কবে আসছে তা জানা যায় নি।

উল্লেখ্য, গত মাসে প্রতিষ্ঠানটি ভারতে ভিডিও কলিং ফিচার চালু করেছে। যেটি বিশ্বের অনেক দেশেই রয়েছে।

হোয়াটসঅ্যাপের এই ফিচারটি  অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোস সব প্লাটফর্মের ব্যবহারকারীরা উপভোগ করছে।

ভারতে ‌মেসেজিং অ্যাপটির ব্যবহারকারী এখন ১৬০ মিলিয়ন ব্যবহারকারী, বিশ্বব্যাপী এর ৫০টির বেশি ভাষা রয়েছে, যার মধ্য্যে ১০ টি ভারতীয়। এছাড়া সারা বিশ্বের প্রায় ১০০ মিলিয়ন ব্যবহারকারী প্রতিদিন এতে কল করে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।