ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তিন রঙে জেলটা এফএইচ৬০

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
তিন রঙে জেলটা এফএইচ৬০ ছবি: সংগৃহীত

স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে জেলটা এফএইচ৬০। দীর্ঘস্থায়ী ব্যাটারির নতুন এই মডেলের কিউভিজিএ ডিসপ্লে সাইজ ২.৮ ইঞ্চি।

স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে জেলটা এফএইচ৬০। দীর্ঘস্থায়ী ব্যাটারির নতুন এই মডেলের কিউভিজিএ ডিসপ্লে সাইজ ২.৮ ইঞ্চি।

ডুয়েল সিমের এই হ্যান্ডসেটের ব্যাটারি ২৮০০ মিলিঅ্যাম্পিয়ার, ৩২ মেগা রম+৩২ মেগা ৠা্ম, স্টোরেজ ১৬ জিবি, টক টাইম ৮ ঘন্টা এবং স্ট্যান্ডবাই টকটাইম ৩০০ ঘন্টা।

অন্যান্য সুবিধায় রয়েছে ওয়্যারলেস এফএম, ভিডিও এবং কল রেকর্ডার, এমিপিথ্রি, এমপিফোর, ব্ল–টুথ, ভাইব্রেটর, জিপিআরএস, টর্চ।

এক বছরের ওয়ারেন্টিসহ সাশ্রয়ী মূল্যের এই মডেলটি সোনালী, কালো ও লাল রঙে পাওয়া যাচ্ছে সারা দেশে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।