ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্ল্যাকবেরি ফোন তৈরি করবে টিসিএল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
ব্ল্যাকবেরি ফোন তৈরি করবে টিসিএল ছবি: সংগৃহীত

এ বছরের সেপ্টেম্বরে কানাডিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি ঘোষণা দিয়েছিল, ফোন তৈরির কার্যক্রম বন্ধ করে দিচ্ছে তারা।

এ বছরের সেপ্টেম্বরে কানাডিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি ঘোষণা দিয়েছিল, ফোন তৈরির কার্যক্রম বন্ধ করে দিচ্ছে তারা। কিন্তু বছর শেষ হওয়ার আগেই প্রতিষ্ঠানটি চীনভিত্তিক টিসিএল এর সাথে লাইসেন্সিং চুক্তিতে গেলো।

আর সেই হিসেবে ব্ল্যাকবেরির ফোন তৈরির দায়িত্ব পেলো টিসিএল।

জানা গেছে, এই চুক্তির শর্তাবলীর আওতায় চীনা প্রতিষ্ঠানটি ফোনের ডিজাইন, প্রস্ত্ততকরণ, বিপণন এবং কাস্টোমার সাপোর্ট দেবে ব্ল্যাকবেরি ডিভাইসে।

তবে টিসিএল এর মাধ্যমে হ্যান্ডসেট তৈরি হলেও নিরাপত্তামূলক সফটওয়্যার এবং সেবাগুলো দিচ্ছে ব্ল্যাকবেরি।

বলা হচ্ছে, ব্ল্যাকবেরির এই পদক্ষেপ এমন একটা সময়, যখন তাদের লক্ষ্য হাডওয়্যার থেকে সফটওয্যারের দিকে।

এ বিষয়ে ব্ল্যাকবেরির চিফ অপারেটিং অফিসার এবং মবিলিটি সল্যুশনের জেনারেল ম্যানেজার বিবৃতিতে বলেছেন, টিসিএল এর সাথে এই সমঝোতা আমাদের কার্যক্রমে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ উপস্থাপন করল। যেটা মোবাইল ব্যবহারকারীদের কাছে পছন্দের এবং সাবলীল হবে।

টিসিএল হলো বিশ্বের শীর্ষ ১০ মোবাইল ফোন তৈরিকারকদের একটি। প্রতিষ্ঠানটি ব্ল্যাকবেরির সাথে আগেও কাজ করেছে।

ব্ল্যাকবেরির সাথে টিসিএল’র এই চুক্তি নির্মাতা এবং সরবরহকারী পর্যায়ে টিসিএল’কে অনন্য স্থানে নিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।