ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভিউসনিক’র ডিলার মিট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
ভিউসনিক’র ডিলার মিট ছবি: সংগৃহীত

সম্প্রতি ঢাকার এক অভিজাত হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ‘ভিউসনিক ডিলার মিট ২০১৬’।

সম্প্রতি ঢাকার এক অভিজাত হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ‘ভিউসনিক ডিলার মিট ২০১৬’।

দেশের স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ইউসিসি আয়োজিত এই ডিলার মিটে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ভিউসনিক পণ্যের পরিবেশকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভিউসনিক এর বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয় এবং পণ্যগুলোর গুনাগুন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

মূল পর্বের শুরুতেই ইউসিসি’র সিইও সারওয়ার মাহমুদ খান অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান ও পাশাপাশি ভিউসনিক পণ্যের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

ভিউসনিক এর এশিয়া প্যাসিফিক রিজিওনের সেলস্ ডিরেক্টর মিঃ ভিনসেন্ট লিউই ভিউসনিক এর উপর পরিবেশনা উপস্থাপন করেন।
তিনি তুলে ধরেন ভিউসনিক কিভাবে ভিজুয়াল স্যলুশন এর ক্ষেত্রে বিশ্বে সুপরিচিতি লাভ করেছে।

ইউসিসি এর সিনিয়র ম্যানেজার (প্রোডাক্ট) জয়নুস সালেকীন ফাহাদ ভিউসনিক পণ্যের দেশব্যাপী প্রসার ঘটানোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গুলো তুলে ধরেন।

পাশাপাশি কিভাবে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে ব্যান্ডটির পণ্য বাংলাদেশের মানুষের কাছে আরো জনপ্রিয় করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরবর্তীতে ভিউসনিক পণ্যের বিভিন্ন জোনের মাস্টার ডিলার, কি একাউন্টস্ ও অথরাইজড রিটেইলারদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।

উল্লেখ্য, ইউসিসি সম্প্রতি ভিউসনিক এর ১৮.৫ ইঞ্চি থেকে ৩৭ ইঞ্চি স্ক্রিন পর্যন্ত বিভিন্ন মডেলের মনিটর সহ আরও বিভিন্ন প্রকার ভিজুয়াল ডিসপ্লে ও প্রজেক্টর বাংলাদেশের বাজারে বাজারজাত শুরু করেছে।

এর মধ্যে রয়েছে গেমিং সিরিজ, এন্টারটেইমেন্ট সিরিজ ও প্রফেশনাল সিরিজ মনিটর।

যার মধ্যে উল্লেখযোগ্য ৩২ ইঞ্চি কার্ভ মনিটর, ২৭ ইঞ্চি ৪কে মনিটর। এছাড়াও রয়েছে এলএফডি (লার্জ ফরমেট ডিসপ্লে), ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, হাই রেজুলেশন প্রজেক্টর।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।