ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল লোকাল গাইডস ভলান্টিয়ার ডে অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
গুগল লোকাল গাইডস ভলান্টিয়ার ডে অনুষ্ঠিত

গুগল ময়মনসিংহ লোকাল গাইডসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গুগল লোকাল গাইডস ভলান্টিয়ার ডে।

গুগল ময়মনসিংহ লোকাল গাইডসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গুগল লোকাল গাইডস ভলান্টিয়ার ডে।

এ বছরের ১০ ডিসেম্বর দিনটিকে বিশ্বব্যাপী ভলান্টিয়ার ডে হিসেবে পালন করছে গুগল লোকাল গাইডস।

এ উপলক্ষ্যে বাংলাদেশে স্বাধীনতা ব্লাড ট্রান্সফিউশন সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে গুগল ময়মনসিংহ লোকাল গাইডস। কর্মসূচিটি পরিচালনা করেন ‘ময়মনসিংহ লোকাল গাইডস’ এর মডারেটর সুমাইয়া জাফরিন চৌধুরী।

ব্লাড ক্যাম্পে আগত সবার কাছে গুগল লোকাল গাইডস এর বিভিন্ন বিষয় তুলে ধরেন তারা। এছাড়াও গুগল ম্যাপে প্লেস সংযুক্ত করা, ম্যাপ এডিট করা ও লোকাল গাইডস কানেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ।

ব্লাড ক্যাম্প কর্মসূচির পার্টনার ছিল কোডেক্স সফটওয়্যার সলিউশন লি: ও হিউম্যান এইড বাংলাদেশ।

বাংলাদেম সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।