ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বকেয়া দা‌বিতে সিইওকে আটকে অবস্থান ধর্মঘটে সি‌টিসেল কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
বকেয়া দা‌বিতে সিইওকে আটকে অবস্থান ধর্মঘটে সি‌টিসেল কর্মীরা ছবি- রানা- বাংলানিউজটোয়েন্টিফোর

আগামী রোববারের (২৭ নভেম্বর) মধ্যে বকেয়া বেত‌ন প‌রিশোধের দা‌বিতে সিইওকে আ‌টকে রেখে অবস্থান ধর্মঘট পালন করছেন সি‌টিসেল কর্মীরা।

ঢাকা: আগামী রোববারের (২৭ নভেম্বর) মধ্যে বকেয়া বেত‌ন প‌রিশোধের দা‌বিতে সিইওকে আ‌টকে রেখে অবস্থান ধর্মঘট পালন করছেন সি‌টিসেল কর্মীরা।

মঙ্গলবার (২২ নভেম্বর) দপুর আড়াইটা থেকে অবস্থান ধর্মঘট পালন করছেন সি‌টিসেলের দেড় শতা‌ধিক কর্মকর্তা-কর্মচারী।

‌রাজধানীর মহাখা‌লীতে সিটিসেল অ‌ফিসের নিচে একা‌ধিক কর্মকর্তা বাংলা‌নিউজকে এ তথ্য জানান।

‌বিকেল ৫টায় কার্যালয়ের সামনে গেলে নাম প্রকাশ না শর্তে তাদের একজন বলেন, আড়াইটা থেকে সিইওকে ঘিরে তারা বসে রয়েছেন। ‌দা‌বি রোববারের মধ্যে বকেয়া প‌রিশোধ। না মানা পযর্ন্ত সিইওকে তারা বের ‌হতে দিচ্ছেন না।

ওই কর্মকর্তা আরও বলেন, বি‌টিআরসি সিটিসেল‌ খুলে ‌দিলেও এখনও বি‌টিএস চালু হয়‌নি। কোনো ইউজারও নেই।  

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।