ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‌ইইউ’তে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা দেবে এসএসএলকমার্জ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
‌ইইউ’তে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা দেবে এসএসএলকমার্জ

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করবে এসএসএল ওয়্যারলেস’র সেবা প্রতিষ্ঠান এসএসএলকমার্জ।
 

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করবে এসএসএল ওয়্যারলেস’র সেবা প্রতিষ্ঠান এসএসএলকমার্জ।
সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে।

এর ফলে বিশ্ববিদ্যালয়টি দেশের বৃহৎ এই  অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের  থেকে সকল প্রকার একাডেমিক ফি সংগ্রহ করতে পারবে।

পক্ষান্তরে ছাত্র-ছাত্রীরা অথবা অভিভাবকেরা খুব সহজে ঘরে বসেই তাদের ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/অনলাইন ব্যাংকিং/মোবাইল ব্যংকিং সহ বিভিন্ন মাধ্যমে একাডেমিক ফি প্রদান করতে পারবেন।

ইস্টার্ন ইউনিভার্সিটি’র পক্ষ থেকে ট্রেযারার মোঃ সিদ্দিক হোসাইন এবং এসএসএল ওয়্যারলেস’র পক্ষ থেকে চীফ অপারেটিং অফিসার আশীষ চক্রবর্তী চুক্তিপত্রে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইইউ’র উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব, উপ-উপাচার্য প্রফেসর ড. হান্নান চৌধুরী, রেজিস্ট্রার আবুল বাসার খান, ডিরেক্টর (ফিন্যান্স এন্ড একাউন্টস) মনিরুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরান সহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।