ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দক্ষ কর্মী খুঁজতে কিনলেজবস’র সাথে ই-কমার্স প্রতিষ্ঠান

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
দক্ষ কর্মী খুঁজতে কিনলেজবস’র সাথে ই-কমার্স প্রতিষ্ঠান

প্রতিনিয়ত বড় হচ্ছে দেশের ই-কমার্স বাজার। নতুন নতুন উদ্যোক্তারা যেমন এগিয়ে নিচ্ছেন সম্ভাবনাময় এই খাতটি, তেমনি দেশি বিদেশি বিনিয়োগে গড়ে উঠা বিভিন্ন ই-কমার্স সাইটগুলোতে প্রয়োজন বাড়ছে দক্ষ জনবলের।
 

প্রতিনিয়ত বড় হচ্ছে দেশের ই-কমার্স বাজার। নতুন নতুন উদ্যোক্তারা যেমন এগিয়ে নিচ্ছেন সম্ভাবনাময় এই খাতটি, তেমনি দেশি বিদেশি বিনিয়োগে গড়ে উঠা বিভিন্ন ই-কমার্স সাইটগুলোতে প্রয়োজন বাড়ছে দক্ষ জনবলের।

তাই ই-কমার্সের ভবিষ্যত বাজারের জন্য চাকরি নিশ্চিত করতে তৈরি হয়েছে চাকরির খবর সংক্রান্ত জব পোর্টাল কিনলেজবস ডটকম।
প্রতিষ্ঠানটি শুক্রবার এক অনুষ্ঠান আয়োজন করে দেশের প্রথম সারির ই-কমার্স সাইট, আপনজোন ডটকম (aponZone.com), ব্রানো (Branoo.com) ও দিনরাত্রি (Dintratri.com),  এর সাথে চুক্তির জন্য।

এই চুক্তির উদ্দেশ্য দক্ষ কর্মী খুঁজে বের করা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সভাপতি রাজিব আহমেদ।

অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ই-কমার্স খাতে প্রতিদিন প্রচুর চাকুরির সুযোগ তৈরি হচ্ছে। ই-ক্যাবে ৫০০এর অধিক ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও প্রায় হাজারটি প্রতিষ্ঠান ই-কমার্সের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। তাই এই বিশাল খাতটির জন্য আলাদা জব পোর্টাল ছিলো সময়ের দাবি।

কিনলে জবস এর সত্বাধিকারী সোহেল মৃধা জানান ইতিমধ্যে রকমারি ডটকম, আপনজোন ডটকম, ই-কুরিয়ার, সাদমার্ট, প্রিয়শপ, দিনরাত্রি ডটকম, আড়ং, ব্রানো, ডায়মন্ড ওয়ার্ল্ড সহ ১০০ এর অধিক ই-কমার্স সাইট তাদের জব পোর্টালের মাধ্যমে কর্মী নিয়োগ করেছেন।

এ সেক্টরের তরুণদের সম্ভাবনা নিয়ে ই-ক্যাব ইয়্যুথ ফোরামের সভাপতি ও আপনজোন ডটকমের সিইও আসিফ আহনাফ বলেন, বিশ্ব অর্থনীতিতে ই-কমার্সের বিশাল অবদানের প্রেক্ষিতে দেশের তরুণরাও এখন ই-কমার্সের দিকে ঝুঁকছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো এ বিষয়ে পড়াশুনা চালু না হওয়ায় এখনো দক্ষ লোকের ঘাটতি রয়েছে।

অবশ্য, এ ধরনের আলাদা জব পোর্টাল থাকায় অন্তত তরুণরা ই-কমার্সে চাকরির সুযোগগুলো সহজেই খুঁজে পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত দিনরাত্রি ডটকমের সত্বাধিকারী শিপন সিহাব এবং ব্রানো ডটকমের সিইও রাজিব রায় সহ আগত অতিথিরা বাংলাদেশের ই-কমার্স সেক্টরে কর্মক্ষেত্রের বিকাশ নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।