ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মুখ থুবড়ে পড়া স্যামসাং’র স্বপ্ন এখন ‘এস৮’ নিয়ে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
মুখ থুবড়ে পড়া স্যামসাং’র স্বপ্ন এখন ‘এস৮’ নিয়ে

ব্যবসায়িক সুনাম হোক আর আর্থিক ক্ষতিই হোক, দুটো বিষয়ে স্যামসাংয়ের নাজুক পরিস্থিতির কথা অজানা নেই কারো। প্রায় চার দশকের ব্যবসায়িক জীবনে এতটা নাজুক পরিস্থিতির শিকার আর কখনো হয়নি তারা।

ব্যবসায়িক সুনাম হোক আর আর্থিক ক্ষতিই হোক, দুটো বিষয়ে স্যামসাংয়ের নাজুক পরিস্থিতির কথা অজানা নেই কারো। প্রায় চার দশকের ব্যবসায়িক জীবনে এতটা নাজুক পরিস্থিতির শিকার আর কখনো হয়নি তারা।

স্যামসাংয়ের বর্তমান ভঙ্গুর অবস্থার জন্য দায়ী যে নোট-৭, তারই পরবর্তী সংস্করণ দিয়ে আবার হৃত গৌরব ফেরানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ নোট৭ নিয়ে এত কান্ডের পর আবার একই সিরিজের গ্যালাক্সি এস৮ বাজারে নিয়ে আসার জন্য জোরেসোরে কাজ করছে তারা।

সম্প্রতি ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, স্যামসাং গ্যালাক্সি নোট এস৮ এর ‘এসএম-জি৯৫০ এবং এসএম-জি৯৫৫’ দু্টি মডেলে বাজারে আসছে। কিন্তু এখন আবার খবর ছড়িয়েছে দুটি নয় বরং ৩টি মডেল নিয়ে বাজারে আসছে ফোনটি। খোঁজ মিলেছে নতুন মডেলের নাম্বারেরও। সেই নাম্বারটি হল এসএম-এন৯৫০। নতুন ফোনগুলোতে বাঁকানো উত্তল কাঁচকে পর্দা হিসেবে ব্যবহারের তথ্যও পাওয়া গেছে।

আসন্ন নতুন ফোন দিয়ে আবারও অ্যাপেলের আইফোন আর গুগলের পিক্সেলকে টেক্কা দেয়ার স্বপ্ন দেখছে স্যামসাং। তবে কথায় আছে ঘর পোড়া গরু মেঘ সিদুঁরে ভয় পায়।

তাই স্যামসাং’র এ ঘটনায় কাঁচের মত ভেঙ্গে যাওয়া গ্রাহকের মন আবার স্যামসাংয়ে ফেরে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

সেইসাথে গ্যালাক্সি এস৮ দিয়ে স্যামসাং গ্রাহকের মন কতটা জয় করতে পারে সেটা নির্ণয় করার একমাত্র মাপকাঠি এখন ভবিষ্যত।

** স্যামসাং কাণ্ডে কপাল খুলেছে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর

** পোড়াকপালে স্যামসাং, ফোন কাণ্ডের পর এবার ওয়াশিং মেশিন!

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।