ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেনার আরও শ’ কোটি টাকা পরিশোধ করলো সিটিসেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
দেনার আরও শ’ কোটি টাকা পরিশোধ করলো সিটিসেল

আদালতের নির্দেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে দ্বিতীয় কিস্তিতে আরও ১০০ কোটি টাকা পরিশোধ করেছে সিটিসেল।

ঢাকা: আদালতের নির্দেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে দ্বিতীয় কিস্তিতে আরও ১০০ কোটি টাকা পরিশোধ করেছে সিটিসেল।
 
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিটিআরসিতে সিটিসেল এ টাকা জমা দেয় বলে বাংলানিউজকে জানান বিটিআরসি’র সচিব মো. সরওয়ার আলম।


 
বাংলানিউজকে তিনি বলেন, এর আগে বকেয়ার ১৩০ কোটি টাকা পরিশোধ করে সিটিসেল।
 
পৌনে ৫শ’ কোটি টাকা রাজস্ব বকেয়া থাকায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ স্থগিত ও কার্যক্রম বন্ধ করে মহাখালীতে অপারেটরটির কার্যালয় সিলগালা করে দেয় বিটিআরসি।
 
আপিল বিভাগের নির্দেশে ১৯ নভেম্বরের মধ্যে দেনার ১০০ কোটি টাকা পরিশোধের শর্তে গত ৬ নভেম্বর সিটিসেলের তরঙ্গ খুলে দেয় বিটিআরসি।
 
বিটিআরসি’র কর্মকর্তা জানান, বকেয়া হিসেবে সিটিসেলের মোট পরিশোধের পরিমাণ দাঁড়ালো ২৩০ কোটি টাকা।
 
১৬ আগস্টের মধ্যে বিকল্প সেবা গ্রহণের জন্য গত ৩১ জুলাই বিজ্ঞপ্তি দিয়ে গ্রাহকদের পরামর্শ দেয় বিটিআরসি। পরে তা আরও এক সপ্তাহ বাড়ানো হয়। আইনি লড়াই শেষে তরঙ্গ চালুর অনুমতি পায় সিটিসেল।
 
এদিকে, অপারেটরটির দেনা-পাওনার হিসাব নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিরসনে আদালত একটি কমিটি করে দিয়েছে।
 
বিটিআরসি সচিব বলেন, পাওনার বিষয়টি কমিটি ঠিক করে দেবে। সে অনুযায়ী সিটিসেলকে পাওনা পরিশোধ করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬/আপডেট: ১৬২০ ঘণ্টা
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।