ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘ভুয়া’ ও ‘অবাস্তব’ কনটেন্ট এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
‘ভুয়া’ ও ‘অবাস্তব’ কনটেন্ট এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফেসবুক

ফেসবুকে ভুয়া ও ধাপ্পাবাজিপূর্ণ অবাস্তব কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ।

ঢাকা: ফেসবুকে ভুয়া ও ধাপ্পাবাজিপূর্ণ অবাস্তব কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ।

এছাড়া গত সপ্তাহে মার্কিন নির্বাচন নিয়ে করা তার করা ফেসবুকের পোস্টে কিছু মানুষ গভীরভাবে আঘাত পেয়েছে বলেও স্বীকার করেন জুকারবার্গ।

পাশাপাশি ভুয়া খবরকে শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফেসবুকের আরও কিছু করণীয় ছিলো বলেও স্বীকার করেন তিনি।

এ প্রসঙ্গে জুকারবার্গ বলেন, আমরা অবস্থার উন্নতি করেছি। এছাড়া আরও উন্নতি করতে এ ব্যাপারে আমরা কাজ অব্যাহত রেখেছি।
 
তিনি দাবি করেন, ফেসবুকের ৯৯ শতাংশ কনটেন্ট বিশ্বাসযোগ্য। তবে একটি ক্ষুদ্র অংশ নিয়ে সমস্যা থাকলেও তাতে বিশ্বাসযোগ্যতার কমতি হয়েছে তা বলা যাবে না।

তবে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে অবশ্যই মত প্রকাশের স্বাধীনতার সীমারেখার ব্যাপারে সচেতন থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।