ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এক চার্জে কয়েক মাস, স্বপ্ন হবে বাস্তব!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এক চার্জে কয়েক মাস, স্বপ্ন হবে বাস্তব!

প্রযুক্তির এই দুনিয়ায় সবকিছু যখন হাতের মুঠোয়, তখন বার বার যেটা আমাদের মোবাইল ফসকে খুব দ্রুত বেরিয়ে যায় তা হলো ব্যাটারির চার্জ। স্মার্টফোনের যুগে মোবাইল ভর্তি যখন নানা রকম অ্যাপ আর গেমস, তখন পুরো একদিন চার্জ ধরে রাখাই যথেষ্ট কষ্টসাধ্য।

প্রযুক্তির এই দুনিয়ায় সবকিছু যখন হাতের মুঠোয়, তখন বার বার যেটা আমাদের মোবাইল ফসকে খুব দ্রুত বেরিয়ে যায় তা হলো ব্যাটারির চার্জ। স্মার্টফোনের যুগে মোবাইল ভর্তি যখন নানা রকম অ্যাপ আর গেমস, তখন পুরো একদিন চার্জ ধরে রাখাই যথেষ্ট কষ্টসাধ্য।

এর সমাধান হিসেবে বাজারে এসেছে পাওয়ার ব্যাংক, কিন্তু সেটাও যদি চার্জ শূণ্য হয়ে যায় তখন কি উপায়?

এবার একদল গবেষক দেখাচ্ছেন সেই সমাধানের আশার আলো। তারা এমনটি একটি উপাদন খুঁজে পেয়েছেন যা ব্যাটারীতে সংযুক্ত করা গেলে হয়ত এক চার্জেই চলে যাবে অনায়াসে কয়েক মাস।

অবিশ্বাস্য মনে হলেও যুক্তরাষ্ট্রের মিশিগান ও কর্ণেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বিষয়টি নিয়ে পুরো মাত্রায় আশাবাদী। তাদের কাজের গবেষণাপত্র গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে বিশ্ববিখ্যাত জার্নাল ‘নেচারে’।

তারপর থেকেই খবরটি দৃষ্টি আকর্ষণ করেছে প্রযুক্তি নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের।

গবেষকরা মূলত গবেষণা করে আশ্চর্য ধরনের একটি উপাদানের সন্ধান পেয়েছেন যার নাম ‘ম্যাগনেটোইলেকট্রিক মাল্টিফেরোইক’। এই উপাদানটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ছাড়াই শক্তি উৎপাদন করতে পারে।

ফলে এটি যদি ব্যাটারীতে ব্যবহার করা সম্ভব হয় তাহলে মোবাইল বা কম্পিউটারকে দীর্ঘ সময় ধরে চার্জ দেয়ার বদলে অল্প সময় ধরে চার্জ দিলেই সেটি পূর্ণ শক্তি সঞ্চয় করতে পারবে।

এর ফলে ভবিষ্যতে ব্যাটারীগুলোতে বর্তমানের তুলনায় চার্জ হতে সময় লাগবে কম, আবার থাকবে্র অনেক দিন।

এই গবেষণার বাস্তবায়ন সম্ভব হলে সারা পৃথীবির বিদ্যুৎ খরচও অনেকাংশে কমে যাবে। গবেষকদের আশা আগামী কয়েক বছরের মধ্যেই গ্রাহক পর্যায়ে এই সুবিধা পৌঁছানো সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।