ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে এসারের নতুন পরিবেশক

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
বাংলাদেশে এসারের নতুন পরিবেশক

ভারতের ল্যাপটপ, পিসি’র বাজারে নেতৃত্ব দিচ্ছে তাইওয়ান ভিত্তিক প্রযুক্তিপণ্য ব্র্যান্ড এসার। বাংলাদেশের বাজারেও ব্র্যান্ডটির জনপ্রিয়তা তুঙ্গে।

এই জনপ্রিয়তার সীমা আরো প্রসারের লক্ষ্যে এসার বাংলাদেশে নতুন পরিবেশক ঘোষণা করেছে।

রোববার (০৬ নভেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে বি-ট্র্যাক টেকনোলজির সাথে এই অংশীদারিত্ব ঘোষণা করা হয়।  

বিট্র্যাক টেকনোলজিস এখন থেকে বাংলাদেশে এসারের নোটবুক, ব্যক্তিগত কম্পিউটার, মনিটরসহ সকল পণ্য পরিবেশনা ও ক্রয় পরবর্তী সেবা প্রদানের জন্য অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।  

অনুষ্ঠানে এসারের আঞ্চলিক ব্যবসায়িক প্রসারতা তুলে ধরেন প্রতিষ্ঠানটির  বাংলাদেশ ও পূর্ব ভারতের ব্যবসায় বিভাগের প্রধান পিনাকি ব্যানার্জী। এতে আরো উপস্থিত ছিলেন এসার বাংলাদেশের বাণিজ্যিক প্রধান হারজিন্দার সিঙ্গার ও দেশীয় পরামর্শক সাকিব হাসান।

বি-ট্র্যাক টেকনোলজিসের পক্ষে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আবদুল মাবুদ বাংলাদেশে এসারের বাজার সম্প্রসারণে অবদান রাখার পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রতিষ্ঠানটির পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রয় বিভাগের প্রধান তরিকুল কবির এবং পরিচলন প্রধান আখতার ফাহমি।

উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা মনে করছেন এই চুক্তির ফলে বাংলাদেশে এসারের নতুন বাজার সৃষ্টি হবে। স্থানীয় এই সহযোগির মাধ্যমে এসার তার বাজারের আকার পর্যায়ক্রমে বৃদ্ধি এবং এককভাবে বাজারের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে।

অনুষ্ঠানে এসার কর্মকর্তারা সম্প্রতি বৈশ্বিক বাজারে আসা এসার এস্পায়ার সিরিজের সুইফট সেভেনকে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ হিসেবে দাবি করেন। এছাড়া তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন উপস্থিতদের সামনে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।