ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গেমারদের জন্য আসুসের নতুন আকর্ষণ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
গেমারদের জন্য আসুসের নতুন আকর্ষণ

বিনোদনের অন্যতম মাধ্যম গেম। আধুনিকতার সাথে তাল মিলিয়ে গেম নির্মাতারা নতুন নতুন চমকপ্রদ কতো না গেম ছাড়ছে গেম দুনিয়ায়।

এরই সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে গেমারের সংখ্যা।

কিন্তু ভাল গেম খেলতে চাইলে উন্নত বৈশিষ্ট্যের ডিভাইস তো দরকার। আর তা মাথায় রেখে বিশ্বের খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাজারে আনছে ঠিক উপযোগী অ্যাকসেসরিস।

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস তৈরি করেছে অত্যাধুনিক গ্রাফিক্সকার্ড ডুয়াল-জিটিএক্স১০৭০-০৮জি। বাংলাদেশেও এটি পাওয়া যাচ্ছে।
আসুসের একমাত্র বাংলাদেশি পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড এর পরিবেশক।

পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডারের গ্রাফিক্স কার্ডটির ইঞ্জিন ১৭৯৭ মেগাহার্জ ও মেমরি ক্লক ৮০০৮ মেগাহার্জ যা অন্যান্য গ্রাফিক্স কার্ড থেকে দ্রুততর কর্মক্ষমতার নিশ্চয়তা দেয়।

শূন্য (০) ডেসিবলের শব্দহীন পরিবেশ বজায় রাখার জন্য পণ্যটিতে যুক্ত করা হয়েছে ট্রিপল উইঙ্গ ব্লেড এবং স্ট্রিক্স জিপিউ ফরটিফায়ার যা গ্রাফিক্স প্রসেস ইউনিটকে সংরক্ষণ করে।

ওপেন জি এর ৪.৫ সমর্থিত, ৮জিবি ডিডিআর৫ ভিডিও মেমোরি সম্পন্ন এই গ্রাফিক্স কার্ডটির রেজ্যুলেশন ৭৬৮০ বাই ২১৬০।

এইচডিসিপি সমর্থিত এই গ্রাফিক্স কার্ডে আরো রয়েছে ১টি ডিভিডিআই আউটপুট, ১টি এইচডিএমআই আউটপুট, ২টি ডিসপ্লে পোর্ট।
দেশের বাজারে গ্রাফিক্স কার্ডটির মূল্য পড়বে ৪৬,৬০০ টাকা।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।