ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলা উইকিপিডিয়া নিয়ে নটরডেম’এ কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
বাংলা উইকিপিডিয়া নিয়ে নটরডেম’এ কর্মশালা

ঢাকার নটরডেম কলেজে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া কর্মশালা। উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মশালার সহযোগিতায় ছিলো নটরডেম কলেজ ডিবেটিং ক্লাব।

বুধবার (০২ নভেম্বর) কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন বিষয় যেমর
“কিভাবে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা যায়, ব্যবহার করা যায়’ তার বিস্তারিত তুলে ধরা হয় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে।

এছাড়া উইকিপিডিয়ার সহ-প্রকল্প উন্মুক্ত ছবির ভান্ডার উইকিমিডিয়া কমন্সে ছবি যোগ করার পদ্ধতি সম্পর্কেও জানানো হয় কর্মশালায়।

নটরডেম কলেজের প্রভাষক ও ডিবেটিং ক্লাবের মডারেটর মো. শহিদুল হাসান পাঠান, উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি আলী হায়দার খান (তন্ময়), বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী (হাছিব) ও নাহিদ সুলতান এত বক্তব্য দেন।

কর্মশালাটি পরিচালনা করেন উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য অংকন ঘোষ দস্তিদার ও প্রত্যয় ঘোষ।

উদ্যোক্তারা জানান, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে বাংলা উইকিপিডিয়ার নিয়মিত কর্মশালার অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন।

নিয়মিত এ ধরনের আরো কর্মশালা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।