ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মধ্যপ্রাচ্যের জন্য মেসেজিং অ্যাপ বানাবেন অ্যালাবার!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
মধ্যপ্রাচ্যের জন্য মেসেজিং অ্যাপ বানাবেন অ্যালাবার!

শেখদের শখ বলে কথা। মধ্যপ্রাচ্যের ধনাঢ্য ব্যবসায়ীদেরকে স্থানীয় ভাষায় শেখ বলা হয়।

এই শেখেরা তাদের ইচ্ছে পুরণের জন্য যা খুশি করতে পারেন।

দুবাইয়ের ঠিক এমনই একজন শেখ মোহাম্মদ অ্যালাবার। যার শখ হয়েছে শুধু মধ্যপ্রাচ্যের জন্য একটি মেসেজিং অ্যাপ বানানোর, যা সরাসরি টেক্কা দিবে বর্তমানের অধিক জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপ হোয়াটসঅ্যাপের সাথে।

মোহাম্মদ অ্যালাবার দুবাইয়ের সবচেয়ে বড় এবং নামকরা রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এমা প্রপার্টিজের চেয়ারম্যান। বিল্ডিং নির্মাণের পাশাপাশি তার প্রতিষ্ঠান এবার শুরু করতে চাচ্ছে প্রযুক্তির ব্যবসা। তারই অংশ হিসেবে এই অ্যাপ তৈরির ঘোষণা দিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিশেষকরে কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে সময়ের সাথে পাল্লা দিয়ে হুহু করে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। সেখানকার প্রায় প্রতিটি নাগরিক গড়ে দুটি করে মোবাইল ফোন ব্যবহার করেন।

কিন্তু সে অর্থে তাদের নিজস্ব ভাষায় অর্থাৎ আরবী বান্ধব চ্যাট অ্যাপ নেই বললেই চলে। সেই চিন্তাকে মাথায় রেখে মধ্য প্রাচ্যের লোকদের জন্য আরবী ভাষায় নতুন মেসেজিং অ্যাপ বানানোর পরিকল্পনা অ্যালাবার।

শুধু ঘোষণায় দেননি তিনি, তার অ্যাপটি হোয়াটসঅ্যাপের থেকেও ভালো হবে বলেও আশা প্রকাশ করেছেন।

তাই এখন শুধুই অপেক্ষা, কারণ তার ইচ্ছা সত্যিই পুরণ হয় কিনা তা সময়ই বলবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।