ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ই-কমার্সে অবদান রাখায় পুরস্কৃত বাগডুম ডট কম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ই-কমার্সে অবদান রাখায় পুরস্কৃত বাগডুম ডট কম

বাংলাদেশের ই-কমার্স খাতে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত করা হয়েছে লাইফস্টাইল ভিত্তিক দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম বাগডুম ডট কম।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে  অ্যাওয়ার্ড নাইট পর্বে অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাগডুম ডট কমের সিইও, সৈয়দা কামরুন আহমেদের হাতে পুরস্কারটি তুলে দেন।

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সৌদি আরব উপমন্ত্রী  ডা্‌. খালিদ আবুতাইরি, ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী লায়নপ ডিএন ডুনগয়াল ও নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী সুরেন্দ্র কুমার কারকি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার।

পুরস্কার লাভের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সৈয়দা কামরুন আহমেদ বলেন, এই অর্জন আমরা আমাদের সকল ক্রেতা ও ই-স্টোর পার্টনারদের উৎসর্গ করছি।
একমাত্র তাদের আস্থা,  সমর্থন ও ভালবাসা বাগডুম ডট কমকে এই উচ্চতায় নিয়ে এসেছে।

দেশের ই-কমার্সে অবদানের জন্য এই অর্জন দেশে আরও নতুন নতুন ই-কমার্স উদ্যোক্তা তৈরি করতে এবং ই-কমার্সকে শহর থেকে গ্রামে ছড়িয়ে দিতে উৎসাহ যোগাবে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।