ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম, ডেটা সফটের চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম, ডেটা সফটের চুক্তি

বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম ও ডেটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী ফোরামের পরবর্তী সকল অনুষ্ঠানে ডেটা সফট ‘এন্টারপ্রাইজ পার্টনার’ হিসাবে থাকবে।

এছাড়া শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগসূত্র তৈরি হবে।
আর এর ফলে বিভিন্ন উদ্যোগ ও প্রজেক্টে শিক্ষার্থীদের কাজে লাগানো যাবে। একইসাথে ছাত্রছাত্রীরা এইসব প্রজেক্টে অভিজ্ঞ মেন্টরশিপ সুবিধা পাবে।
এসব প্রজেক্ট এর সমান অংশীদারিত্ত্ব পাবে ইন্ডাস্ট্রি, শিক্ষার্থী এবং ফোরাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম’ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কনভেনার আরিফুল হাসান অপু ও আন্তর্জাতিক উপদেষ্টা মোহাম্মাদ এম জামান।
ডেটা সফট এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর এবং সিওও এম মঞ্জুর মাহমুদ ও ডিরেক্টর দিল আফরোজ বেগম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটুআই এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী এবং এটুআই এর পরিচালক (ইনোভেশন) মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।