ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি শিক্ষায় অবদানের জন্য পুরস্কার পেয়েছে সৈয়দ আকতার হোসেন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আইসিটি শিক্ষায় অবদানের জন্য পুরস্কার পেয়েছে সৈয়দ আকতার হোসেন

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ ‘জাতীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি পুরস্কার ২০১৬’ পাওয়ার গৌরব অর্জন করেছেন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন।

‍তিনি ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রফেসর আকতার হোসেনকে এ পুরস্কারের জন্য মনোনীত করে।

সম্প্রতি অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’তে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার হাতে পুরস্কারটি তুলে দেন।

এসময় ভূটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী লিউনপো ডি এন ধুঞ্জায়েল, আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইসিটি ডিভিশনের সচিব শ্যাম সুন্দর শিকদার,  বেসিস এর সভাপতি মোস্তফা জব্বার সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।