ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পুরনো ডেস্কটপ দিয়ে ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
পুরনো ডেস্কটপ দিয়ে ল্যাপটপ

পুরনো ডেস্কটপ কম্পিউটারের বিনিময়ে পাওয়া যাবে নতুন ল্যাপটপ। বাংলাদেশে প্রথমবারের মত সুযোগটি দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান সিস্টেমআই টেকনোলজিস লি:।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটারের অবস্থা পর্যবেক্ষণ সাপেক্ষে দাম নির্ধারণ করে নতুন ল্যাপটপের দামের সাথে সমন্বয় করা হবে। অফারটি পেতে বিনিময় করা ডেস্কটপটি অবশ্যই সচল থাকতে হবে।

এরপর গ্রাহক তার ইচ্ছেমত নতুন ল্যাপটপ বেছে নিতে পারবেন এবং প্রতিটি ল্যাপটপের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি থাকবে।

এ বিষয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান,  ডেস্কটপ কম্পিউটারের সম্ভাব্য মূল্য জানতে পুরাতন ডেস্কটপ পিসির ছবি তুলে, প্রসেসর, মাদারবোর্ড, হার্ডডিস্ক ও ৠামের বিস্তারিত লিখে ইমেইল করলে প্রাথমিকভাবে মূল্য জানানো হবে।

এছাড়া বিনিময় সম্পন্ন করতে পুরাতন ডেস্কটপ পিসির ক্রয় রশিদ আনতে হবে। যদি ক্রয় রশিদ না থাকে তবে অবশ্যই ন্যাশনাল আইডির ফটোকপি ও ১টি ছবি দিতে হবে।

সিস্টেমআই-এর বিক্রয় ব্যবস্থাপক রাজিব আহমেদ বলেন,  এর আগে পুরনো ল্যাপটপ এক্সচেঞ্জ অফারে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং গ্রাহকদের অনুরোধেই এবার পুরোনো ডেস্কটপ পিসি দিয়ে নতুন ল্যাপটপ বদলের অফারটি চালু করা হয়েছে।

আগামী ১২ নভেম্বর পর্যন্ত অফারটি কার্যকর থাকছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.systemeye.net ।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।