ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বগুড়ায় গ্রামীণফোনের ওয়ালেট ‘জিপে’র উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বগুড়ায় গ্রামীণফোনের ওয়ালেট ‘জিপে’র উদ্বোধন

বগুড়া: সারাদেশের মতো বগুড়ায় কেককেটে গ্রামীণফোনের ‘জিপে’ ওয়ালেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
 
সোমবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বেতগাড়ীতে অবস্থিত গ্রামীণফোনের আঞ্চলিক অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
উদ্বোধীন অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার (রিজিওনাল অপারেশন্স) মো. জাকির হাসান, লিড ম্যানেজার (রিটেইল) মো. ইসমাইল হোসাইন, এরিয়া ম্যানেজার (ফিন্যান্সিয়াল সার্ভিসেস) আনিসুল আশেকীনসহ গ্রামীণফোনের বিভিন্ন ইউনিটের আঞ্চলিক পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
‘জিপে’র আনুষ্ঠানিক উদ্বোধনকে আরো আকর্ষণীয় করতে গ্রামীণফোন একটি বিশেষ ট্রিগার রিচার্জ অফার ঘোষণা করেছে। অফারে গ্রামীণফোন গ্রাহকরা ‘জিপে’ ওয়ালেটের মাধ্যমে ৩৭ টাকা রিচার্জ করে মূল অ্যাকাউন্টে ৩৭ টাকার সঙ্গে ৩৭ মিনিট টকটাইম ও ৩৭ মেগাবাইট ডাটা বোনাস হিসেবে পাবেন।
 
এরিয়া ম্যানেজার (ফিন্যান্সিয়াল সার্ভিসেস) আনিসুল আশেকীন বাংলানিউজকে জানান, ‘জিপে’ ওয়ালেট হলো গ্রামীণফোনের গ্রাহকদের জন্য একটি পেমেন্ট সিস্টেম। যার মাধ্যমে গ্রাহকরা বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেটসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ, ট্রেন টিকিটিং এবং নিজের ও অন্যদের মোবাইল রিচার্জ করতে পারবেন।
 
*৭৭৭# ডায়াল করে অথবা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লেস্টোর থেকে ‘জিপে’ অ্যাপ ডাউনলোড করে সহজেই একজন গ্রামীণফোন গ্রাহক ‘জিপে’ ওয়ালেট রেজিস্ট্রেশন করে সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রামীণফোন সেন্টার, পাশ্ববর্তী মোবিক্যাশ এজেন্ট আউটলেট অথবা নির্দিষ্ট কিছু পার্টনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা তার ‘জিপে’ ওয়ালেট রিফিল বা রিচার্জ করতে পারবেন।
 
এছাড়াও ‘এজেন্ট লোকেটর’ অপশনের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের মোবিক্যাশ এজেন্ট আউটলেট সনাক্ত করা যাবে বলে গ্রামীণফোনের এ কর্মকর্তা জানান।
 
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।