ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কমার্শিয়াল ফটোগ্রাফির বড় মার্কেট বাংলাদেশ, প্রয়োজন দক্ষ লোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
কমার্শিয়াল ফটোগ্রাফির বড় মার্কেট বাংলাদেশ, প্রয়োজন দক্ষ লোক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে বাণিজ্যিকভাবে যারা ফটোগ্রাফি করেন তাদের নিয়ে একটি বড় প্লাটফর্ম গঠন করতে আন্তর্জাতিক সম্মেলন, প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করেছে ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স অব বাংলাদেশ (ডব্লিউপিপিবি)।

শুক্রবার (২১ অক্টোবর) এ আয়োজনের দ্বিতীয় দিনে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে বিয়ের ছবি তুলতে আগ্রহী ও বাণিজ্যিকভাবে ফটোগ্রাফি করতে ইচ্ছুক তরুণদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

আয়োজনের দ্বিতীয় দিনে আলোকচিত্র নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন অান্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কয়েকজন ফটোগ্রাফার।

এছাড়া আলোকচিত্র নিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন দেশ ও দেশের বাইরের বেশ কয়েকজন আলোকচিত্রী।

এ নিয়ে বাংলানিউজের সঙ্গে আলাপকালে আয়োজকদের অন্যতম প্রিত রেজা জানান, কমার্শিয়াল ফটোগ্রাফির একটি বড় মার্কেট আছে বাংলাদেশে। আর দক্ষ হিসেবে গড়ে ওঠলে বিদেশেও কাজ করতে পারে বাংলাদেশি ফটোগ্রাফাররা।

কমার্শিয়াল ফটোগ্রাফারদের নিয়ে একটি হাব গড়ে তোলার লক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিদেশ থেকে প্রশিক্ষক এনে এখানে সারাদিন ওয়ার্কশপ করা হয়েছে। এ ওয়ার্কশপে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে অনেকের সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা কাজে লাগিয়ে কমার্শিয়াল ফটোগ্রাফির বড় মার্কেটে যেতে পারে বাংলাদেশ।

দেশে কমপক্ষে ৫ হাজার বাণিজ্যিক ফটোগ্রাফার আছেন। যারা পোট্রেট, ইভেন্ট কভার ও বিয়ের ছবি তোলেন। যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের ওয়েডিং ফটোগ্রাফির সুযোগ করে দিতে চাই। বাংলাদেশে বাণিজ্যিকভাবে যারা ফটোগ্রাফি করেন তাদের প্লাটফর্ম ছিলো না। আমরা ইন্ড্রাস্ট্রি গড়ে তুলতে চাই। কয়েকজন আলোকচিত্রী দেশের বাইরেও কাজ করছে এ সংখ্যা আমরা বাড়াতে চাই।

তিনি জানান, বাংলাদেশে এই খাতে কাজ করতে ভীষণভাবে আগ্রহী লোক আছে। বিশেষ করে ওয়েডিংয়ে আগ্রহী প্রচুর তরুণকে দেখা যাচ্ছে।

কৃষিবিদ ইনস্টিটিউট ঘুরে দেখা গেছে, সেখানে হাজার খানেক ছবি থেকে বাছাই করে ২শ’ ছবি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া আলোকচিত্রের বিভিন্ন যন্ত্রাংশের প্রদর্শন ও বিক্রি করতে অংশ নিয়েছে ২৪টি স্টল।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এসএ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।