ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দূর্লভ পোকেমন ধরা যাবে সহজে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
দূর্লভ পোকেমন ধরা যাবে সহজে

বিশ্ব মাতানো সেই পোকেমন গো’র আনাগোনা হঠাৎ করে বাড়তে শুরু করেছে। কারণ গেমপ্রেমীদের পোকেমনে মন বসাতে নির্মাতা প্রতিষ্ঠান নিয়ানটিক নতুন ফিচার যোগ করার সিদ্ধান্ত নিয়েছে।

এই ফিচারের মাধ্যমে গেমাররা দূর্লভ পোকেমনকে খুব সহজেই পাকড়াতে পারবে।

কিন্তু উন্মাদনা সৃষ্টি করা গেমটিতে যখন নতুনত্বের ঘোষণা আসল, ঠিক তখনও অনেক দেশেই এটি ব্যবহারে প্রতিবন্ধকতা রয়েছে। সম্প্রতি ভারতের গুজরাট হাইকোর্ট গেমটির অবৈধ ডাউনলোড বন্ধের উদ্যোগ নিয়েছে, তাই সেখানকরা গেম পাগলরা রয়েছে অনিশ্চিয়তার মধ্যে।  

মাস দুই আগে অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির পোকমন গো স্মার্টফোন গেমিং ভুবনে ব্যাপক ঝড় তোলে। বলতে গেলে জনপ্রিয়তা, সমোলাচনা দুটো মিলেই। এরপর জনপ্রিয়তায় ক্রমশ ভাটা পড়তে থাকে। এখন আবার সক্রিয় হচ্ছে নিয়ানটিক।

গেমটিতে একসাথে দুটি ফিচার যুক্ত হচ্ছে। তাই খেলোয়াড়রা অদম্য কিছু পোকেমনকে কম পরিশ্রমে বশ মানাতে পারবে বলে আশা করা হচ্ছে।
এই ফিচার আসলে খেলোয়াড়ের পোকমেন ধরার ভিত্তিতে মেডেল অর্জনে বোনাস দিতে সমর্থন করবে। সুতরাং প্রাপ্ত বোনাসই বিভিন্ন ধরনের পোকেমন নাগালে আনার সুযোগ করে দেবে।  

পোকেমন গোর অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে বলা হয়েছে, গেমার যখন কিন্ডলার মেডেলের জন্য উচ্চ লেভেলে যাবে, তখন প্রাপ্ত বোনাস ফায়ার-টাইপ পোকেমন যেমন চারম্যানডার, ভালপিক্স ধরতে সাহায্য করবে।

পোষ্টে আরো বলা হয়, নতুন লেভেলের জন্য একই ধরনের সব পোকেমন ধরতে ব্যবহারকারীরা তাদের পদ্ধতিতেই কাজ করতে পারে। যদি বিভিন্ন বৈচিত্রের পোকেমন থাকে, তাহলে প্রতিটির বোনাসের গড় করা হবে, যেমন পিজি’র নরমাল, ফ্লায়িং দুই ধরণ থাকলে দুটির বোনাস গড় হবে।

খুব শীঘ্রই নতুন দুটি ফিচার প্রকাশের প্রত্যাশা করেছে নিয়ানটিক।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।