ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নোট-৭ উৎপাদন বন্ধ রাখছে স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
নোট-৭ উৎপাদন বন্ধ রাখছে স্যামসাং

ঢাকা: খুব বেশিদিন হয়নি বাজারে এসেছে স্যামসাংয়ের বহু আকাঙ্ক্ষিত গ্যালাক্সি নোট-৭। এরপরই ঘটতে থাকে বিপত্তি।

বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের খবর আসতে থাকে।  

প্রযুক্তিপ্রেমীদের দুশ্চিন্তা কমাতে সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখে অন্যতম টেক জায়ান্ট স্যামসাং। সমস্যা আমলে নিয়ে পরবর্তীতে নতুন করে বাজারে ছাড়া হয় নোট-৭। কিন্তু ততোদিনে যা ঘটার ঘটে গেছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। বিভিন্ন এয়ারলাইনস ডিভাইসটি বহনে নিষেধাজ্ঞা জারি করে। সবকিছু মিলিয়ে টেক-দুনিয়ায় বেশ সমালোচনার মুখে পড়ে স্যামসাং।

এখন নতুন খবর, প্রতিষ্ঠানটি নোট-৭ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।  

এদিকে, দ্বিতীয় ধাপে স্যামসাংয়ের পক্ষ থেকে রিপ্লেস করা নোট-৭ দেশে ঢুকতে না দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।  

গত আগস্টে বাজারে আসা নোট-৭ এর বিরুদ্ধে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়াসহ বিস্ফোরণের অভিযোগ আনেন ব্যবহারকারীরা। সমস্যাচিহ্নিত ডিভাইসগুলো রিপ্লেসও করে দেওয়া হয়। সেগুলো ঠিকঠাক থাকলে হয়তো এ যাত্রা পার পেয়ে যেতো স্যামসাং। কিন্তু বিধিবাম! রিপ্লেস করা নতুন নোট-৭ এর ক্ষেত্রেও একই অভিযোগ এনেছেন বেশ কয়েকজন ব্যবহারকারী। এর পরপরই উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দেয় স্যামসাং।  

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এসএনএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।