ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিস জাপান ফোকাস গ্রুপের সেমিনার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
বেসিস জাপান ফোকাস গ্রুপের সেমিনার

জাপানের বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায় সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে সেমিনার আয়োজন করে বেসিস জাপান ফোকাস গ্রুপ।

রোববার (০২ অক্টোবর) সন্ধ্যায় বেসিসের কাওরান বাজারস্থ মিনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সংগঠনটির সদস্যভুক্ত অর্ধশতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।


    
বেসিস জাপান ফোকাস গ্রুপের আহ্বায়ক আহমেদুল ইসলাম বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, সহ-সভাপতি এম রাশিদুল হাসান ও বেসিসের সাবেক সভাপতি এ তৌহিদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিসের সাবেক সভাপতি ও ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান।

সেমিনারে মোস্তাফা জব্বার বলেন, জাপানের বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায় সম্প্রসারণে বেসিস দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসার পরিধি বাড়ানোর জন্য যে চারটি দেশে বাংলাদেশের কার্যালয় স্থাপনের কথা বলেছেন জাপান তার মধ্যে একটি।

জাইকা, জেট্রোসহ জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে। তাই জাপানের বাজারে আমাদের সম্ভাবনা অসীম।

ইন্টারনেট অব থিংক (আইওটি)’সহ সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবায় আমাদের সক্ষমতা আরও বাড়াতে পারলে আগামীতে জাপানের বাজারে বাংলাদেশের শীর্ষ অবস্থানে আসার সুযোগ রয়েছে। তাই এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে।

বক্তব্যে এম রাশিদুল হাসান বলেন, জাপান বরাবরই আমাদের জন্য একটি সম্ভাবনাময় বাজার। ইতোমধ্যেই বাংলাদেশের কয়েকটি কোম্পানি জাপানের বাজারে ভালো করছে। এখানে টিকে থাকতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও একাগ্রতা থাকতে হবে। সেই লক্ষ্য নিয়েই কাজ করতে হবে। এক্ষেত্রে বেসিস প্রয়োজনীয় সকল সহযোগিতা দেবে।

সেমিনারে এ তৌহিদ বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, জাপানের বাজার ধরার সক্ষমতা আমাদের রয়েছে। প্রয়োজন একটু উদ্যোগ ও সহযোগিতার।

বেসিসের সাবেক সভাপতি ও ডাটাসফটের সিইও মাহবুব জামান বলেন, বেসিস জাপান ফোকাস গ্রুপের মাধ্যমে ২০১৩ সাল থেকে জাপানে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উভয় দেশে একাধিক বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠকের আয়োজন করা হয়েছে। এছাড়া নিয়মিতভাবে জাপান আইটি উইকে অংশগ্রহণ করছে বাংলাদেশ, সফলতাও এসেছে।

মাহবুব জামানের মতে, বেসিসে একটি জাপান ডেস্ক তৈরির প্রয়োজন।   যার মাধ্যমে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা প্রয়োজনীয় তথ্য পেতে পারে। সেইসাথে জাপানে কার্যালয় স্থাপনের পাশাপাশি সেখানে বাংলাদেশ আইটি প্রফেশনালদের ডেটাব্যাংক প্রস্তুত করা প্রয়োজন।

তথ্যপ্রযুক্তি খাতের রফতানি বাড়াতে সরকারকে আরও বেশী সহযোগিতা করার আহ্বান জানান সেমিনারে অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।