ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্কাইপে’তে সিরি দিয়ে কল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
স্কাইপে’তে সিরি দিয়ে কল

এখন থেকে অ্যাপলের ভয়েস অ্যাসিসটেন্ট সিরি’র সাহায্যে কল করতে পারবেন আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীরা। সুবিধাটি লাভে স্কাইপের নতুন ভার্সন সঙ্গে আইওএস ১০ ভার্সন লাগবে।

 

গত জুনে অ্যাপল এক ঘোষণায় সিরি এপিআই বা অ্যাপলিকেশন প্রোগাম ইন্টারফেস উন্মুক্তের কথা জানিয়েছিল। যখন ডেভলপারদের এটি উন্নয়ন একইসঙ্গে বিভিন্ন অ্যাপস পরীক্ষা নিরীক্ষার অনুমতি দেয়া হয় যাতে আইওএস প্লাটফর্মে ভয়েস কমান্ড অ্যাসিসটেন্ট সংযুক্ত করা যায়।

প্রযুক্তি জায়ান্টের এই পরিকল্পনার সত্যিকার উদ্দেশ্য ছিল সিরি‘র ক্ষমতাবলীকে আরো সম্প্রসারিত করা। ফলস্বরুপ সত্যিই সিরি এখন কয়েকটি অ্যাপসে কাজ করার উপযোগী। অ্যাপসগুলোতে ভয়েস কমান্ড দিয়েই কাজ সারতে পারবেন ব্যবহারকারীরা।

এ বিষয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিশেষ কিছু সুবিধা দেয়ার লক্ষ্যে অ্যাপলের সিরি এপিআই এখন প্রস্ত্তত।

স্কাইপের নতুন সংস্করণ সিরি’কে সংযুক্ত করতে পারবে। এর ফলে ব্যবহারকারীরা ভয়েস কমান্ড দিয়ে স্কাইপেতে কল করতে পারবেন।

ভয়েস কমান্ড ব্যবহারে ব্যবহারকারীরা আগের মতো তাদের পরিচিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারবে। এজন্য স্কাইপে’তে থাকা নির্দিষ্ট ব্যক্তির তথ্য অনুযায়ী “কল” শব্দটি  বলতে হবে। এরপর সিরি নাম অনুসরণ করে সেই ব্যক্তির সাথে সংযোগ স্থাপনের বিষয়টি ব্যবহারকারীকে নিশ্চিত করবে।

উল্লেখ্য, স্কাইপে ৬.২৫ হলো অ্যাপলের আইফোন এবং আইপ্যাডের জন্য নতুন সংস্করণের অ্যাপ। সিরি ভয়েস কমান্ডের মাধ্যমে স্কাইপে কল ছাড়াও ব্যবহারকারীদেরকে স্কাইপে’তে থাকা যোগাযোগের তথ্যাদি সরাসরি আইওএস কন্টাক্টে সংরক্ষণের সুবিধাও দেবে নতুন ভার্সনটি।

অন্যান্য তথ্য মতে, স্কাইপেতে আসা কলগুলো এখন থেকে সাধারণ কল হিসেবে প্রদর্শিত হবে, সেইসাথে সাধারণ এবং স্কাইপে কলগুলো আইওএস ১০ ভার্সনের ইউজার ইন্টারফেসে দেখা যাবে।

এছাড়া ব্লগে স্কাইপে জানিয়েছে, অক্টোবরে তাদের বিজনেস আইওএস অ্যাপসেও সবগুলো ফিচার আনা হচ্ছে।
আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরা স্কাইপের লেটেস্ট ভার্সনটি এখন ডাউনলোড করে নিতে পারছেন।

উল্লেখ্য, সুবিধাগুলো ছয়টি অ্যাপলিকেশনের মধ্যে সীমাবদ্ধ যার মধ্যে রয়েছে রাইড-হেইলিং সার্ভিস, মেসেজিং, ফটো সার্চ, পেমেন্টস, ভয়েস অভার আইপি কলিং এবং হেলথ বিষয়ক অ্যাপ।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।