ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এডিসন গ্রুপের আন্তঃডিভিশন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এডিসন গ্রুপের আন্তঃডিভিশন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকা: হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপের উদ্যোগে সম্পন্ন হয়েছে আন্তঃডিভিশন ফুটবল টুর্নামেন্ট ‘এডিসন ফুটসাল ২০১৬’।  

‘এডিসন ফুটসাল ২০১৬’ নামে আয়োজিত এ টুর্নামেন্টের প্রথম আসরেই অপারাজিত চ্যাম্পিয়ন হয়েছে ‘ডায়নামো স্টারস’।

উত্তেজনাকর ফাইনালে ডায়নামো স্টারস, গ্ল্যাডিয়েটরসকে ১-০ গোলের ব্যবধানে হারায়।

ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ডায়নামো স্টারসের ফাহিম এবং পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকেই ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত করা হয়।

সেরা গোলরক্ষকের পুরস্কার পান ডায়নামো স্টারসের মামুন এবং ফেয়ার প্লে ট্রফি পায় টিম এ্যাভেঞ্জারস।  

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক এডসিন গ্রুপের রিজিওনাল সেলস ম্যানেজার শফিউলের হাতে ট্রফি তুলে দেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র ডিরেক্টর রেজোয়ানুল হক, এডিসন গ্রুপের হেড অব স্ট্র্যাটেজিক এইচআর আহমেদ পাশা এবং ডিরেক্টর অব মার্কেটিং আশরাফুল হক।

লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে ৮টি দল অংশ নিয়েছে। দলগুলো  হল, অ্যাভেঞ্জারস, চ্যালেঞ্জারস, হকস, ডায়নামাইটস, ফায়ারবলস, ডায়নামো স্টারস, ওয়ারিওরস এবং গ্ল্যাডিয়েটরস।

মতিঝিলের হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামের মাঠে লিগ পর্যায়ের খেলাগুলো এবং একই মাঠে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।