ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘সেই হ্যান্ডসেট’ ফের বিক্রি শুরু করছে স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
‘সেই হ্যান্ডসেট’ ফের বিক্রি শুরু করছে স্যামসাং

ঢাকা: নোট ৭ নিয়ে ‘নাকানি চুবানি’ খাওয়া দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং দেশের বাজারে চলতি মাসের শেষ নাগাদ ফের হ্যান্ডসেটটি বিক্রি শুরু করবে।  

ব্যাটারি বিস্ফোরণ ‘কেলেঙ্কোরিতে’ চলতি বছরের ২ সেপ্টেম্বর স্মার্টফোনটি বিক্রি বন্ধ করে দেয় স্যামসাং।

 

নিজ দেশের বাইরে বিশ্বব্যাপী হ্যান্ডসেটটির ব্যাটারি বিস্ফোরণে বহু ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হলে তা ফিরিয়ে কিংবা ক্ষতিপূরণ হিসেবে অর্থ ফেরত নেওয়ার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু ‘বিস্ফোরণকাণ্ড’ দ্রুত ছড়িয়ে পড়লে ব্যবহারীদের হ্যান্ডসেটটি ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেয় খোদ স্যামসাং।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার বাজারে, পরবর্তীতে ‘পরিস্থিতি সামলে’ যথাযথ সময়ে বিশ্বের বিভিন্ন দেশে হ্যান্ডসেটটি বিক্রি ফের শুরু হবে বলে কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে, চীনের বাজারে বিক্রিত হ্যান্ডসেটগুলোতে সমস্যা নেই বলে এর আগে স্যামসাং যে দাবি করেছিলো দু’টি ফোন বিস্ফোরণের অভিযোগ তাও শেষ পর্যন্ত ‘মিথ্যা প্রমাণ’ করে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।