ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তিন চাকাওয়ালা ‘সলো’

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
তিন চাকাওয়ালা ‘সলো’

বৈদ্যুতিক গাড়িই যে হতে যাচ্ছে ভবিষ্যতের পরিবহন, কথাটা অনস্বীকার্য নয়। যেটা প্রমাণ করছে ‘সলো’, তিন চাকাওয়ালা এই বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছে ইলেক্ট্রো মেকানিকা নামক একটি স্বশাসিত প্রতিষ্ঠান।

 

সম্প্রতি সলো’র চুড়ান্ত মডেলটি উন্মোচনের পর গাড়িপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়াও ফেলেছে এটি। ১৫,৫০০ ডলারে কানাডায় এর বিপণন শুরু করেছে ইলেক্ট্রা।

‌তবে ছোটখাটো গড়নের এই গাড়িটি পেতে আগ্রহীরা ২৫০ ডলারে অগ্রিম বুকিংও দিতে পারছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।

আর আগামী বছর থেকে এর সরবরাহ শুরু করার কথা রয়েছে।  কিন্তু অল্প কয়েকটি দেশে পাওয়া যাবে সলো।

এই গ্রীষ্ম মৌসুমেই প্রায় ২০ হাজার  অগ্রিম অর্ডার পেয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

২২০ কিমি. সর্বোচ্চ গতিতে ৮২ হর্সপাওয়ার  উৎপাদন করতে সক্ষম সলো এবং সম্পূর্ণ চার্জে ১৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।   এছাড়া মাত্র ৮ সেকেন্ডে শূন্য থেকে একশো গতিতে উঠা এবং চার্জ‍ারের দ্বিতীয় লেভেলে চার্জ হতে সময় লাগে তিন ঘন্টা।  

অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম  ১৫ ইঞ্চির চাকা এবং ২৮৫ লিটারের পণ্য রাখার স্থান , একটি এলসিডি ডিজিটাল  ক্লাস্টার, রিমোর্ট কিলেস এন্ট্রি অর্থাৎ দুর থেকেই গাড়িয়ে প্রয়োজনীয় কাজগুলো করতে পারবে ব্যবহারকারী। এছাড়া পাওয়ার উইন্ডো, ব্লুটুথ / সিডি / ইউএসবি, রিয়ার ভিউ ব্যাকআপ ক্যামেরা, হিটার, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে বৈদ্যুতিক সলোতে।

গাড়ির মালিকরা সঙ্গে ২ বছরের আনলিমিটেড  মাইলেজ ওয়্যারেন্টি পাবেন।

কিন্তু মজার ব্যাপার হলো এভ’টিকে লক্ষ্য করলে মনে একটি প্রশ্নই আসবে যে প্রতিষ্ঠানটি আসলে  কোন চিন্তা থেকে এটি তৈরি করলো।

কেননা এর যাবতীয় দিকগুলো আকৃষ্টকর হলেও  অদ্ভুত আকৃতির  গাড়িটেতে আছে  মাত্র একজনের বসার ব্যবস্থা।  তাই প্রশ্ন রয়েছে, চিরকাল একা চলার নিয়তে কেন কেউ এতো অর্থ ব্যয় করবে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬

এমএএ/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।