ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্যবহারকারীদের আগ্রহ কিসে, জানে ফেসবুক!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
ব্যবহারকারীদের আগ্রহ কিসে, জানে ফেসবুক!

ফেসবুক শুধু যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এমনটা নয়, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপন বাবদ কোটি কোটি ডলার আয় করে সোশ্যাল জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি।

আর এই স্বার্থ লাভের জন্য প্লাটফর্মের কোটি কোটি ব্যবহারকারীদের প্রয়োজন হয় ফেসবুকের।

কেননা বিজ্ঞাপনগুলো তারা নিজেদের পছন্দনুযায়ী প্রদর্শন করে ব্যবহারকারীদের পেইজে।

তার আগে নিশ্চয়ই ব্যবহারকারীদের আগ্রহ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জোগাড় করতে হয়, আসলে তাই।

কিন্তু বিষয়টি ব্যবহারকারীদের কাছে অজানাই থেকে যায়।

এবার চাইলে আপনিও জেনে নিতে পারবেন, ফেসবুক আপনার আগ্রহের কোন কোন বিষয় বস্তু সন্নিবেশিত করেছে আপনার ফেসবুক ফিডে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য।

এজন্য ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় এই লিংকে (www.facebook.com/ads/preferences) প্রবেশ করতে হবে।

ওই পেইজে ইন্টারেস্ট নামে একটি মেনু রয়েছে এবং সেখানে ১৪টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরীও আছে। ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ সম্পর্কিত সমস্ত তথ্য সন্নিবেশিত করা হয়েছে সেখানে। যেমন পছন্দের খেলা কি, রাজনৈতিক দৃষ্টি ভঙ্গী কি, প্রযুক্তি, জীবনাচারসহ পছন্দ সম্পর্কিত নানা রকম তথ্য।

চাইলে আপনি নিজেও সেখানে আপনার আগ্রহের বিষয় বস্তু সংযোজন-বিয়োজন করতে পারবেন। সে ব্যবস্থাও রেখেছে ফেসবুক।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।