ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাফোনে সেবা প্রদান ও গ্রহণকারীর বিরুদ্ধে ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
বাংলাফোনে সেবা প্রদান ও গ্রহণকারীর বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা: লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাফোন লিমিটেডের অপটিক্যাল ফাইবার সেবা প্রদান ও গ্রহণকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
 
সোমবার (২২ আগস্ট) বিটিআরসি’র লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক (লাইসেন্সিং) এম এ তালেব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।


 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাফোনের অনুকূলে ইস্যুকৃত পারমিটের মেয়াদ ২০১৫ সালের ২২ এপ্রিল উত্তীর্ণ হওয়ায় পরবর্তীতে আর নবায়ন বা বৃদ্ধি করা হয়নি। তাছাড়া বাংলাফোনের কোনো ন্যাশনওয়াইড টেলিকিমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্স নেই।
 
এমতাবস্থায় বাংলাফোন লিমিটেড থেকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক সেবা প্রদানকারী সব প্রতিষ্ঠানগুলোকে এনটিটিএন সংশ্লিষ্ট লাইসেন্স/গাইডলাইনের শর্ত অনুযায়ী কমিশন থেকে লাইসেন্সপ্রাপ্ত এনটিটিএন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অনতিবিলম্বে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ট্রান্সমিশন এবং সংশ্লিষ্ট অন্যান্য সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হলো।
 
‘অন্যথায় অবৈধভাবে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এনটিটিএন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাফোন এবং উক্ত প্রতিষ্ঠান থেকে বর্ণিত অবৈধ অপটিক্যাল ফাইবার সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
 
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।