ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গেম কনসোল ইতিহাসে নিনতেনদো রেকর্ড

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
গেম কনসোল ইতিহাসে নিনতেনদো রেকর্ড

যুক্তরাষ্ট্রে উই গেম কনসোল বিক্রিতে তিন কোটির মাইল ফলক ছুঁয়েছে নিনতেনদো। এ মাইল ফলক অতিক্রমে তাদের প্রায় ৪৫ মাস সময় লেগেছে।

এ মুহূর্তে সবচেয়ে দ্রুততম সময়ে গেম কনসোল বিক্রিতে ইতিহাসে এটি শীর্ষ রেকর্ড।

এতদিন ৬০ মাসে তিন কোটি প্লেস্টেশন টু বিক্রি করে সনি এ রেকর্ড নিজের দখল রেখেছিল। গত জুন মাস পর্যন্ত বিশ্বব্যাপী সাত কোটি ৪০ লাখ উই গেম কনসোল বিক্রি হয়েছে। একই সময়ে সনি বিক্রি করেছে ১৪ কোটি প্লেস্টেশন টু গেম কনসোল।

উল্লেখ্য, ২০০৬ সালের নভেম্বর মাসে উই গেম কনসোল উন্মোচিত হয়। প্লেস্টেশন টু গেম কনসোলটিও একই সময়ে উন্মোচিত হয়। শুধু মাইক্রোসফট এর এক্সবক্স ৩৬০ গেম কনসোল উন্মোচিত হয় ২০০৫ সালের নভেম্বর মাসে।

এক্সবক্স ৩৬০ ও প্লেস্টেশন টু এর তুলনায় উই এর এগিয়ে থাকার রহস্য হচ্ছে মোশন সেন্সর ইনপুট সিস্টেম। এ বৈশিষ্ট্য উইমোট নামেও পরিচিত। যার মাধ্যমে গেম খেলোয়াড়ের অঙ্গভঙ্গি উইমোট এর মাধ্যমে গেমের দৃশ্যপটে দেখা যায়।

অর্থাৎ গেম খেলোয়ার নিজেই সরাসরি গেমের চরিত্র উপভোগ করতে পারে। অবশ্য চলতি বছরে সনি প্লেস্টেশন থ্রি ও মাইক্রোসফট এক্সবক্স ৩৬০ গেম কনসোল এ মোশন সেন্সর ইনপুট সিস্টেমে এ বৈশিষ্ট্য যুক্ত করে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।