ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হজ রোমিং প্যাকেজে রবি’র আনলিমিটেড ডাটা অফার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
হজ রোমিং প্যাকেজে রবি’র আনলিমিটেড ডাটা অফার

ঢাকা: হজের সময় হাজিদের দীর্ঘসময় দেশের বাইরে অবস্থান করতে হয় বিধায় আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি হয়ে পড়ে। বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশি হজযাত্রীদের জন্য চার ধরনের সাশ্রয়ী হজ রোমিং অফার চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।


 
কার্যকরী যোগাযোগ মাধ্যম ইন্টারনেট সেবাকে অগ্রাধিকার দিয়ে মাসিক, সাপ্তাহিক ও দৈনিক-ভিত্তিতে আনলিমিটেড ডাটা রোমিং অফার চালু করেছে অপারেটরটি।
 
রোববার (০৭ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়, সৌদি আরবে হাজিদের প্রয়োজনীয়তার বিষয়টি মাথায় রেখে রবি চার হাজার টাকার মাসিক প্যাকেজে স্পেশাল কল ও এসএমএস রেটসহ আনলিমিটেড ডাটা প্রদান করছে। প্যাকেজটি গ্রহণ করার জন্য গ্রাহকদের *১৪০*১০*৪# ডায়াল করতে হবে।
 
গ্রাহকরা সাপ্তাহিক এক হাজার ৯৯৯ টাকায় কল ও এসএমএস বান্ডেলসহ আনলিমিটেড ডাটা রোমিং অফার গ্রহণ করতে পারবেন। অফারটির আওতায় গ্রাহকরা আনলিমিটেড ডাটা, ১৫০ মিনিট লোকাল কল, ৩০ মিনিট বাংলাদেশ থেকে ইনকামিং ও আউটগোয়িং কল এবং ৩০টি এসএমএস উপভোগ করতে পারবেন। *১৪০*১০*৭#  ডায়াল করে অফারটি গ্রহণ করতে পারবেন গ্রাহক।
 
দৈনিক ৯৯৯ টাকায় রয়েছে কল ও এসএমএস বান্ডেলসহ আনলিমিটেড ডাটা অফার। এর আওতায় গ্রাহকরা আনলিমিটেড ডাটা, ৬০ মিনিটি লোকাল কল, ১০ মিনিট বাংলাদেশ থেকে ইনকামিং ও আউটগোয়িং কল এবং ১০টি এসএমএস গ্রহণ করতে পারবেন। অফারটি পেতে রবি গ্রাহকদের *১৪০*১০*৬# ডায়াল করতে হবে।
 
অন্যদিকে গ্রাহকরা ৮০০ টাকায় আনলিমিটেড ডাটা প্যাকের সঙ্গে ‘নো ইউজ নো পে’ অফারটি গ্রহণ করতে পারবেন কোনো নির্দিষ্ট একটি দিনের জন্য। এক্ষেত্রে দৈনিক কলরেটটি প্রযোজ্য হবে। প্যাকেজটির জন্য ডায়াল করতে হবে *১৪০*১০*৩#।
 
রবি গ্রাহকরা সৌদি আরবে অবস্থানকালে রোমিং অফারগুলোর মধ্যে যেকোনোটি বেছে নিতে পারবেন। সৌদি আরবের যেকোনো নম্বরে আউটগোয়িং কল ১৫ টাকা, বাংলাদেশে কল প্রতি মিনিট ১৫ টাকা, বাংলাদেশ থেকে কল রিসিভ করতে ১৬ টাকা মিনিট, প্রতিটি এসএমএস ১৫ টাকা এবং এসএমএস গ্রহণের ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না।

শুধুমাত্র পোস্টপেইড গ্রাহকদের জন্য ডাটা রোমিং অফারগুলো প্রযোজ্য হবে।
 
হজ অফার এবং অ্যাক্টিভেশনে গ্রাহকরা ওয়েবসাইট (http://www.robi.com.bd/international-roaming-international-call-charges/hajj-roaming?lang=eng) থেকে জানতে পারবেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।