ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ে স্মার্টফোনের সঙ্গে বাংলালিংকের আকর্ষণীয় বান্ডেল অফার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
হুয়াওয়ে স্মার্টফোনের সঙ্গে বাংলালিংকের আকর্ষণীয় বান্ডেল অফার

ঢাকা: দেশের বাজারে বাংলালিংকের ইন্টারনেট এবং টকটাইম বান্ডেল অফারসহ ওয়াই থ্রি টু এবং ওয়াই ফাইভ টু মডেলের স্মার্টফোন কেনার সুযোগ আনলো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে।  
 
গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগারস ডেন’-এ বৃহস্পতিবার (০৪ আগস্ট) বিশ্বখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে ওয়াই থ্রি টু এবং ওয়াই ফাইভ টু-এর সঙ্গে বান্ডেল অফার উন্মোচন করেছে বাংলালিংক।

 
 
শনিবার বাংলালিংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল কমিউনিকেশনস সেবাপ্রদানকারী মোবাইল অপারেটর বাংলালিংক জনসাধারণের জন্য প্রতিনিয়ত সাধ্যের মধ্যে মোবাইল সেবা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এ আকর্ষণীয় হ্যান্ডসেটটি উন্মোচন করা হলো।
 
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং, ডিভাইস বিজনেসের হেড অব বিটুবি আনোয়ার সাদাত কবির, ডিভাইস বিজনেসের হেড অব মার্কেটিং মাশরুর হাসান মীম, ডিভাইস বিজনেসের মার্কেটিং ম্যানেজার বার্নার্ড ওয়্যাং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
বাংলালিংকের সিইও এরিক অস, হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রিমন এবং ডিভাইস সিনিয়র ম্যানেজার শিবলী সাদিক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
হুয়াওয়ের স্মার্টফোন দু’টি সব পুরাতন ও নতুন বাংলালিংক প্রি-পেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা বান্ডেল অফার উপভোগ করতে পারবেন। সারাদেশে হুয়াওয়ে ও বাংলালিংক আউটলেট থেকে ওয়াই থ্রি টু এবং ওয়াই ফাইভ টু কেনা যাবে।  
 
স্বল্প বাজেটে ভালো মানের স্মার্টফোন সবার হাতের নাগালে পৌঁছে দিতেই হুয়াওয়ে দেশের বাজারে ওয়াই থ্রি টু এবং ওয়াই ফাইভ টু নিয়ে এসেছে। বাংলালিংক অফার হ্যান্ডসেটগুলোতে যুক্ত করেছে বাড়তি আকর্ষণ।
 
পছন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করতে হুয়াওয়ে ওয়াই থ্রি টু-তে ব্যবহার করেছে পাঁচ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসরের সঙ্গে থাকছে এক জিবি র্যাম ও আট জিবি রম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে হ্যান্ডসেটের মেমোরি বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে চালিত ওয়াই থ্রি টু-তে আছে থ্রিজি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা, ওয়াইফাই, হটস্পট এবং জি-সেন্সর প্রযুক্তি। দীর্ঘ সময় ব্যাকআপ দেয়ার জন্য এতে আছে ২১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
 
৪.৫ ইঞ্চির আপিএস ডিসপ্লের হুয়াওয়ে ওয়াই থ্রি টু ক্রয় করলে ১৮ জিবি ইন্টারনেট ডাটা, ৭৫০ মিনিট টকটাইম (বাংলালিংক-বাংলালিংক) ও ৭৫০ মিনিট টকটাইম (বাংলালিংক- অন্য অপারেটর) তিনমাস মেয়াদে উপভোগ করতে পারবেন ক্রেতারা, যা হ্যান্ডসেট সমমূল্যের বোনাস। মোট তিন মাসের প্রতিমাসে ছয় জিবি ইন্টারনেট ডাটা, ২৫০ মিনিট টকটাইম (বাংলালিংক-বাংলালিংক) ও ২৫০ মিনিট টকটাইম (বাংলালিংক- অন্য অপারেটর)। প্রতি বোনাসের মেয়াদ ৩০ দিন। ইন্টারনেট বোনাস পেতে হুয়াওয়ে ওয়াই থ্রি টু-এর জন্য ‘৩২’ টাইপ করে পাঠাতে হবে ৪৩২১ নম্বরে। হ্যান্ডসেটটির দাম ৬ হাজার ১৯০ টাকা।  
 
অন্যদিকে, পাঁচ ইঞ্চির ডিসপ্লের ওয়াই ফাইভ টু-তে আছে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, এক জিবি র্যাম ও আট জিবি রম। ছবি তোলার জন্য উন্নতমানের আট মেগাপিক্সেল রিয়ার এবং দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এইচডিতে ভিডিও দেখার পাশাপাশি এতে গেম খেলার জন্য রয়েছে ৫ ইঞ্চির বড় স্ক্রিন।
 
হুয়াওয়ে ওয়াই ফাইভ টু কিরলে ২৪ জিবি ইন্টারনেট ডাটা, ১ হাজার ৫০০ মিনিট টকটাইম (বাংলালিংক-বাংলালিংক) ও ১ হাজার ৫০০ মিনিট টকটাইম (বাংলালিংক-অন্য অপারেটর) তিনমাস মেয়াদে উপভোগ করতে পারবেন ক্রেতারা, যা হ্যান্ডসেট সমমূল্যের বোনাস। মোট তিনমাসের প্রতিমাসে আট জিবি ইন্টারনেট ডাটা, ৫০০ মিনিট টকটাইম (বাংলালিংক-বাংলালিংক) ও ৫০০ মিনিট টকটাইম (বাংলালিংক- অন্য অপারেটর)। প্রতি বোনাসের মেয়াদ ৩০ দিন। ইন্টারনেট বোনাস পেতে হুয়াওয়ে ওয়াই ফাইভ টু-এর জন্য ‘৫২’ টাইপ করে পাঠাতে হবে ৪৩২১ নম্বরে। হুয়াওয়ে ওয়াই ফাইভ টু-এর দাম পড়বে ৮ হাজার ৯৯০ টাকা।  
 
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং বলেন, স্মার্টফোন একটি যুগান্তকারী উদ্ভাবন। বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনে স্মার্টফোনের ব্যবহার ব্যাপক অর্থবহ। মূলত, বাংলাদেশের মতো দেশে স্মার্টফোনের ব্যবহার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, আর হুয়াওয়ে সবার হাতে স্বল্প দামে স্মার্টফোন পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ।
 
বাংলালিংকের হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রিমন বলেন, ডিজিটাল সেবাপ্রদানকারীর হিসেবে আমরা সবসময় জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে সেরা ডিভাইসটি নিয়ে আসার লক্ষ্যে কাজ করি। হুয়াওয়ের সঙ্গে মিলে আকর্ষণীয় বান্ডেল অফার আনতে পেরে আমরা উচ্ছ্বসিত।
 
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।