ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্য সংরক্ষণের প্রয়োজন মেটাবে ওয়ান ড্রাইভ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
তথ্য সংরক্ষণের প্রয়োজন মেটাবে ওয়ান ড্রাইভ

ব্যক্তিগত ডিভাইসে তথ্য সংরক্ষণের দিন হয়ত ফুরিয়ে আসছে। লক্ষ্য করলে দেখা যায় মানুষ এখন আর পেনড্রাইভ কিংবা মোবাইল হার্ডড্রাইভ নিয়ে ঘুরতে পছন্দ করেন না।

কিন্তু প্রতিদিনের প্রয়োজনে একই তথ্য নানা জায়গায় ব্যবহারের দরকার তো পড়তেই পারে।

সেই ঝামেলা মেটাতেই প্রযুক্তি দুনিয়ায় আবির্ভাব ক্লাউড কম্পিউটিংয়ের। আর বিনা পয়সায় এই সুবিধা পেতে ব্যবহার করা যেতে পারে মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ।

পূর্বে স্কাইড্রাইভ নামে এই সেবাটি থাকলেও বর্তমানে ‘ওয়ান ড্রাইভ’ নাম নিয়ে নতুন অনেক ফিচারের সমন্বয়ে নতুনভাবে হাজির হয়েছে এটি।

এতে একজন ব্যবহারকারী তার প্রয়োজনীয় সকল তথ্য, ছবি সহ অন্যান্য ফাইল সংরক্ষণ রাখতে পারেন। পরে যে কোনো সময় যে কোন জায়গা থেকে সহজেই নামিয়ে আবার ব্যবহার করতে পারেন সেই তথ্যগুলো।

উল্লেখ্য, ড্রাইভ ওয়ান মাইক্রোসফটের ইউন্ডোজ ৮.১ এবং ১০’এ বিল্টইন থাকছে।

তবে যারা এই ভার্সনের বাইরে আছেন তাদের জন্যও থাকছে ডেস্কটপ অ্যাপ। আর যারা মোবাইল ব্যবহার করেন তাদের জন্য আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্লাটফর্মেই ওয়ান ড্রাইভ অ্যাপ রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।