ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবি নিয়ে এলো মোবাইল গেমিং সল্যুশন গেমলফট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
রবি নিয়ে এলো মোবাইল গেমিং সল্যুশন গেমলফট

ঢাকা: বিশ্বব্যাপী জনপ্রিয় মোবাইল গেমিং সল্যুশন গেমলফট চালু করে বাংলাদেশের ডিজিটাল সেবায় এক অনন্য সংযোজন করলো মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটিড।

রবি গ্রাহকরা মাত্র ১০ টাকায় এই সেবার জন্য নিবন্ধন করতে পারবেন, যার মেয়াদ হবে সাতদিন।

মঙ্গলবার (০২ আগস্ট) রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রাহকরা নিবন্ধনের আওতায় এক ক্রেডিটসহ একবার বিনামূল্যে গেমটি খেলার সুযোগ পাবেন। অটো-রিনিওয়ালের ক্ষেত্রে গ্রাহক পাবেন এক ক্রেডিট।
 
এক ক্রেডিট  মানে গ্রাহক একটি পুরো গেম ডাউনলোড করতে পারবেন। যে কোনো সময় গ্রাহক নিবন্ধনটি বাতিল করতে পারবেন কিন্তু এর আগে তাদের জমানো ক্রেডিট ব্যবহার করে ফেলার পরামর্শ দিয়েছে রবি।

কারণ নিবন্ধন বাতিল করার ফলে পরবর্তীতে আর কোনো ক্রেডিট ফেরত পাওয়া যাবে না।

গ্রাহকরা ওয়াপশপ (http://wapshop.gameloft.com/robi/index.php) থেকে প্রতিটি গেম ২০ টাকায় ডাউনলোড করতে পারবেন।  

পাশাপাশি গ্রাহকদের জন্য ট্রাই অ্যান্ড বাই অপশনও রয়েছে। এই স্কিমে এইচইপি (হ্যান্ডসেট অ্যাম্বেড প্রোগ্রাম) থেকে বেশ কিছু প্রিমিয়াম গেম কিনতে পারবেন ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের কিছু সময় গেম খেলার পর ৪০ টাকার বিনিময়ে পরবর্তী ধাপে যাওয়ার জন্য অনুরোধ করা হবে।

এছাড়া ব্যবহারকারী ইন-অ্যাপ পারচেজ করার সুযোগ পাবেন, যা তাদের গেমে ইনসেনটিভসহ লেভেল কিনতে সুযোগ করে দেবে। এজন্য ৫ থেকে ৩০ টাকা ট্যারিফ প্রযোজ্য হবে।

শীর্ষস্থানীয় ডিজিটাল ও সোশ্যাল গেম পাবলিশার গেমলফট ২০০০ সাল থেকে অন্যতম উদ্ভাবনী গেম নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

গেমলফট সব ধরনের ডিজিটাল প্লাটফরমের জন্য গেম তৈরি করে ও এর মাসিক গ্রাহক সংখ্যা ১৬ কোটি ৬০ লাখ। এ গেমে বিজ্ঞাপনদাতারা গেমলফট অ্যাডভারটাইজিং সল্যুশনস’র বিজ্ঞাপন প্রদানেরও সুযোগ পান।

গেমিং সার্ভিস সম্পর্কে (www.robi.com.bd/vas/multimedia/gameloft-games-club?lang=eng) ওয়েবসাইট লগইন করে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।