ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিলেট হাইটেক পার্কের ভূমি উন্নয়ন ব্যয় ১৩৪ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
সিলেট হাইটেক পার্কের ভূমি উন্নয়ন ব্যয় ১৩৪ কোটি টাকা

ঢাকা: দেশের দ্বিতীয় হাইটেক পার্ক নির্মিত হচ্ছে প্রাকৃতিক লীলাভূমি ও চায়ের দেশ সিলেটে। গাজীপুরের পর এবার সিলেটে হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আরও একধাপ এগোনোর দিকে যাচ্ছে দেশ। অভিমত সংশ্লিষ্টদের।

প্রাথমিকভাবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন ‘হাইটেক পার্ক’ সিলেট (সিলেট ইলেকট্রনিক্স সিটি) অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় ভূমি উন্নয়ন সংশ্লিষ্ট কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১শ’ ৩৪ কোটি ২ লাখ ৬১ হাজার ৫৬ টাকা।

এর মধ্যে রয়েছে প্রকল্প এলাকার চারপাশে মাটি দিয়ে বাঁধ নির্মাণ, মাটি দিয়ে সাইটের উন্নয়ন ও বাঁধের ঢাল রক্ষায় ব্লক নির্মাণ কাজ।

হাইটেক পার্ক সিলেট প্রকল্পটি রাস্তা থেকে প্রায় ২০ ফুট নিচে। প্রকল্প এলাকাটি বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল স্থান চেরাপুঞ্জির পাদদেশে অবস্থিত। বর্ষার সময় প্রকল্প এলাকা প্রতিনিয়ত আকস্মিক বন্যা দ্বারা মারাত্বক আক্রান্ত হতে পারে। তাই আকস্মিক বন্যা ও ভূমিকম্পের হাত থেকে রক্ষা পেতে পার্কের ভূমি উন্নয়ন কাজ করা হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার সংশ্লিষ্ট বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের সম্মতিক্রমে এ সংক্রান্ত কাজের একটি প্রস্তাবনা তৈরি করেছেন। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর নিয়োগ দেওয়া ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু হবে।

জানা গেছে, সরকারের রাজনৈতিক অঙ্গীকার রূপকল্প ২০২১ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে বিভাগীয় ও জেলা পর্যায়ে হাইটেক পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ১শ’ ৬২ দশমিক ৮৩ একর জমির ওপর এই পার্ক প্রতিষ্ঠা করা হবে। প্রকল্পের আওতায় ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর, অ্যাপ্রোচ রোড, প্রশাসনিক ভবন, বৈদ্যুতিক সাব স্টেশন এবং ফাইবার অপটিক সংযোগসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।