ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপ হালনাগাদে সাইজ দেখাবে, কমাবে গুগল প্লেস্টোর

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
অ্যাপ হালনাগাদে সাইজ দেখাবে, কমাবে গুগল প্লেস্টোর

ব্যবহারকারীদের ডেটা খরচের কথা চিন্তা করে গুগল প্লেস্টোর প্রযুক্তিতে এসেছে নতুন কিছু পরিবর্তন।

প্লেস্টোরের জন্য উদ্ভাবিত নতুন ডেল্টা অ্যালগারিদম অ্যাপ হালনাগাদের সময় অ্যাপের সাইজ শুধু কমাবেই না, একইসাথে পদ্ধতিটি হালনাগাদকৃত প্রতিটি অ্যাপের বর্তমান সাইজও দেখাবে ব্যবহারকারীকে।

নতুন এই পদ্ধতি অ্যাপের হালনাগাদকৃত ফাইলের সাইজকে ৫০ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম। আগের অ্যালগরিদমে প্লেস্টোর থেকে ৯৮ শতাংশ অ্যাপের আপডেট ডাউনলোডের ক্ষেত্রে শুধুমাত্র এপিকে ফাইল পরিবর্তিত হয়ে ডাউনলোড হতো। আর তা পূর্বের ফাইলের সাথে যুক্ত হয়ে আপডেটের সময়ে সাইজকে কিছুটা কমাতো। কিন্তু নতুন অ্যালগরিদমে ‘বিএসডিআইএফএফ’ ব্যবহার করে পূর্বের তুলনায় আপডেট ফাইলের সাইজ গড়ে ৫০ শতাংশ পর্যন্ত কমাতে পারে। ফলে স্বভাবতই সাশ্রয় হচ্ছে ডেটা, এমনটিই দাবি করেছে গুগল তাদের অ্যান্ড্রয়েড ডেভেলপার ব্লগ পেজে।

এর ফলে যেসব ব্যবহারকারীরা ওয়াইফাই আওতার বাইরে থাকবেন, তাদের পক্ষেও সহজে নিজের অ্যাপটিকে স্বল্প ডেটা খরচ করে হালনাগাদ কেরে নিতে পারবেন।

পূর্বে প্লেস্টোর অ্যাপের আপডেট ডাউনলোডের ক্ষেত্রে মুল অ্যাপটির সাইজ কত তা দেখাতো কিন্তু আপডেট ফাইলের সাইজ দেখাতো না। কিন্তু এখন থেকে আপডেট ফাইলটির সাইজও দেখতে পারবেন ব্যবহারকারীরা।

হালনাগাদ প্রসঙ্গে গুগল জানায়, অ্যাপ বাজারের উত্থানের ফলে ডেভলপারদের দিয়ে অসংখ্য আপডেট প্রকাশ করা হচ্ছে। অ্যাপ নির্মাতারাও প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনছে এবং সেগুলো হালনাগাদ করছে। এর ফলাফল গিয়ে দাড়াচ্ছে বিপুল ডেটার ব্যবহার। এই ডেটা ব্যবহারের চাপ থেকে ব্যবহারকারীদের মুক্তি দিতে  আমাদের নতুন অ্যালগরিদম। নতুন আ্যালগরিদম এপিকে’র বড় ফাইলগুলোর সাইজ ছোট করবে পাশাপাশি ব্যবহারকারীকে ২জিবি পর্যন্ত সাইজের ফাইল যুক্ত করতে সমর্থন করবে।

তাছাড়া অ্যাপ সাইজ আর ডিস্ক স্পেস স্মার্টফোনের জন্য একটি বড় সমস্যা। তাই নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের সাইজ আগেই জেনে সিদ্ধান্ত নিতে পারবেন ডাউনলোডের বিষয়ে।

সার্চ জায়ান্ট আরো বলছে, ব্যবহারকারীদের কাছে অ্যাপের সাইজের তথ্য সুস্পষ্টভাবে উপস্থাপনের লক্ষ্যে এই প্রচেষ্টা। তাই এখন শুধু অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশন প্যাকেজের (এপিকে) ফাইল সাইজ নয় ডাউনলোড হওয়া অ্যাপের পুরো সাইজটা দেখতে পারবেন ব্যবহারকারীরা।

অবশ্য, কমপ্রেসন অ্যালগরিদমের সুবিধাটি পুরোপুরি উপভোগ করতে এপিকে থেকে অপ্রয়োজনীয় ডাটা সরিয়ে ফেলার পরামর্শ দেয়া হয়েছে।

প্লেস্টোরের সকল ব্যবহারকারীদের জন্য এটি প্রকাশ করা হচ্ছে। তবে এখনই গুগল প্লেস্টোরে সুবিধাটি চোখে না পড়লে অল্প কিছু দিনের মধ্যে অবশ্যই তা দেখা যাবে বলে আশ্বস্ত করেছে গুগল।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।