ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রিজমা’য় মজেছে সবাই!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
প্রিজমা’য় মজেছে সবাই!

ইদানিং ফেসবুক খুললেই নান্দনিক কোনো ছবি চোঁখে পড়ছে? যদি পড়ে থাকে তাহলে এসবই ফটো এডিটর ‘প্রিজমার’ কারসাজি। রিয়েল টাইম কোনো ছবিকে দৃষ্টিনন্দন করতে রাশিয়ান ডেভলপাররা তৈরি করেছে অ্যাপটি।



আইওএস প্লাটফর্মে অ্যাপটির ব্যাপক জনপ্রিয়তা দেখে নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এর বেটা ভার্সন অবমুক্ত করেছে। বর্তমানে ২৫টি দেশের ব্যবহারকারীরা এটি উপভোগ করতে পারছেন। এসব দেশের ১০টি মার্কেটে প্রতিদিন প্রায় ৩ লাখ করে ডাউনলোড হচ্ছে এটি।

প্রিজমা নামের অসাধারণ বৈশিষ্ট্যির এই অ্যাপটি কিভাবে এডিট করবে আপনার ছবিকে?

কাজটি করতে ব্যবহারকারীকে প্রথমেই ইনস্টলের কাজটি সম্পন্ন করতে হবে। আর এরপর পাওয়া যাবে বেশকিছু অপশন। চাইলে তখনই ছবি তুলে তাতে প্রিজমা ইফেক্ট দেয়া যাবে আবার গ্যালারি থেকেও পুরনো কোন ছবি নিয়ে কাজ করা যাবে।

নির্বাচিত ছবিকে ইফেক্ট দেওয়ার জন্য এখানে রয়েছে ৩৩টি ফিল্টার। যেখান থেকে পছন্দের ফিল্টারের ইনটেনসিটি কমিয়ে-বাড়িয়ে পছন্দ অনুযায়ী ইফেক্ট নির্ধারন করতে হবে।

খুশী থাকলে ওকে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল প্রিজমা ফটো।

এবার ছবিটি ফ্রেন্ড-সার্কেলের সঙ্গে শেয়ার করতে দিয়ে দিতে পারেন সামাজিক মাধ্যমে কিংবা ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা যাবে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।