ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ফেসবুক চ্যাট মঙ্গলবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ফেসবুক চ্যাট মঙ্গলবার

ঢাকা: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে বিস্তারিত জানাতে ‘রোড টু দ্য হোয়াইট হাউস’ শীর্ষক ধারাবাহিক ফেসবুক চ্যাট আয়োজন করেছে ঢাকায় দেশটির দূতাবাস।  

মঙ্গলবার (১৯ জুলাই) এ আয়োজনের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

এবারের চ্যাটের শিরোনাম নির্ধারিত হয়েছে ‘যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং রাজনৈতিক সম্মেলন’।

এদিন সন্ধ্যা ৭টায় চ্যাটে থাকবেন খ্যাতিমান সাংবাদিক বেটসি ফিশার মার্টিন। তিনি আমেরিকান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক অ্যাফেয়ার্সের এক্সিকিউটিভ-ইন-রেসিডেন্স এবং ব্লুমবার্গ পলিটিক্সের ‘মাস্টার ইন পলিটিক্স পডকাস্ট’র সহ-উপস্থাপক।  

দূতাবাসের ফেসবুক পেজের ‘রোড টু দ্য হোয়াইট হাউস’ পোস্টের কমেন্ট অংশে আগ্রহীরা প্রশ্ন জমা দিতে পারবেন।  এছাড়া আরও তথ্যের জন্য ফেসবুক পেজ https://www.facebook.com/bangladesh.usembassy/ দেখার অনুরোধ জানানো হয়েছে।  
 
গত ১০ মে শুরু হওয়া এই ফেসবুক চ্যাট ২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পর্যন্ত চলবে।  প্রতিমাসে একজন করে নির্বাচন বিশেষজ্ঞ একঘণ্টাব্যাপী এ ফেসবুক চ্যাটে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
জেপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।