ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কলড্রপসহ মোবাইল ফোন সেবার মানোন্নয়নে চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
কলড্রপসহ মোবাইল ফোন সেবার মানোন্নয়নে চুক্তি

ঢাকা: মোবাইল ফোন সেবার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন যন্ত্রপাতি কেনা ও পরিসেবা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ফিনল্যান্ডের টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কোয়ালিটি মনিটরিং যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান এনাইট ফিনল্যান্ড লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের উপস্থিতিতে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিটিআরসি ভবনে এ চুক্তি সই হয়।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রি. জেনারেল ইকবাল আহমেদ এবং এনাইটের পরিচালক (বিক্রয় ও ব্যবসা উন্নয়ন, সার্ক) সিদ্ধার্থ দাস চুক্তিপত্রে সই করেন।

চুক্তি বাস্তবায়ন হলে মোবাইল ফোনের বিভিন্ন প্রযুক্তি সেবা ও কার্যক্রমের মান পরিমাপ ও মনিটরিং করতে সমর্থ হবে।

এসব যন্ত্রপাতি ব্যবহার করলে মোবাইল নেটওয়ার্কের কলড্রপ, রিসিভ লেভেল, মস (মেন ওপেনিং স্কোর), কল সেটআপ টাইম, কল সাকসেস রেটসহ কোয়ালিটি অব সার্ভিসের অন্যান্য প্যারামিটারগুলোর কার্যক্রমের মান বৃদ্ধি সম্ভব হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিটিআরসি।

মোবাইল ফোনের কলড্রপসহ, কল প্রতিষ্ঠার সময়কাল, কলের স্থায়ীত্ব, কথা বলার মান, কারিগরি ত্রুটি, ডাটা আদান-প্রদানের মান ইত্যাদি চিত্র পেলে- সে অনুসারে ব্যবস্থা নেওয়া যাবে। এতে মোবাইলে কথা বলাসহ বিভিন্ন সেবা প্রদানে প্রমিতমান প্রতিষ্ঠা করা যাবে।

বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান ব্রি. জেনারেল আহসান হাবিব খান ছাড়াও কমিশনাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬/আপডেট: ১৯২১ ঘণ্টা.
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।