ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আরো ১৫০টি হোটেলের সাথে চুক্তি করছে ‘জোভাগো বাংলাদেশ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
আরো ১৫০টি হোটেলের সাথে চুক্তি করছে ‘জোভাগো বাংলাদেশ’

অচিরেই আরো ১৫০টি হোটেলের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে অনলাইনে হোটেল বুকিং প্ল্যাটফর্ম ‘জোভাগো বাংলাদেশ’।

দেশের ট্যুরিজম প্রেক্ষাপট উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুন:ব্যক্ত করে আফ্রিকায় হোটেল বুকিংয়ে শীর্ষস্থানে থাকা জোভাগো ইতোমধ্যে বাংলাদেশের ৮৫০টি হোটেলের সাথে চুক্তি করেছে।

রাজধানীর গুলশানের সিক্স সিজন হোটেলে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ তথ্য জানায় জোভাগো বাংলাদেশ।

কর্তৃপক্ষরা মনে করছেন এর ফলে পর্যটকরা এখন থেকে জোভাগো’তে একসঙ্গে আরো বেশী হোটেলের তথ্যাদি জানতে পারবেন এবং পছন্দ করে এক ক্লিকেই বুকিং দিতে পারবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের লোকাল পর্যটকরা হোটেল বুকিং করতে রকেট ইন্টারনেটের ভেঞ্চার প্রতিষ্ঠান জোভাগো ব্যবহার করে থাকেন। জোভাগো’র মাধ্যমে অনলাইনে সহজে হোটেল বুকিং সুবিধা থাকায় বিদেশী পর্যটকরাও বাংলাদেশ ভ্রমণে আকৃষ্ট হচ্ছে।

সাধারণত সরাসরি হোটেল বুকিং প্রক্রিয়ার সাথে পর্যটকরা পরিচিত, কিন্তু জোভাগো’র অনলাইনে হোটেল বুকিং সুবিধা পর্যটকদের দিবে ভিন্ন এক অভিজ্ঞতা।

প্রতিষ্ঠানের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এমডি সোহরাব হোসের আশা প্রকাশ করেন, পর্যটনের কাঠামোগত উন্নয়নের লক্ষে ট্যুরিষ্ট পুলিশ এই হোটেল বুকিং প্ল্যাটফর্মকে প্রয়োজনীয় সব ধরনের সমর্থন দেবে। এখন সময় আমাদের পর্যটন খাত উন্নয়নে অত্যাধুনিক পন্থা অবলম্বন করা।  তাই অনলাইনে হোটেল বুকিং’র এই পরিবর্তন  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জোভাগো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কায়েস আলী বলেন, জোভাগো পর্যটকদের দিবে নতুন করে বাংলাদেশকে আবিষ্কারের অভিজ্ঞতা। কারণ বাংলাদেশের পর্যটকদের হোটেল বুকিং নিয়ে রয়েছে নানা সমস্যা। যার সমাধান নিয়ে এসেছে জোভাগো।

তিনি আরও বলেন,জোভাগো পর্যটকদের ক্রেডিট কার্ডের মাধ্যমে হোটেল বুকিং দেয়ার নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১৬০১১ ঘণ্টা, জুন ২৭, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।