ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জ্ঞানকোষ প্রকাশনীর ‘অ্যাফিলিয়েট মার্কেটিং’

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
জ্ঞানকোষ প্রকাশনীর ‘অ্যাফিলিয়েট মার্কেটিং’

ঢাকা: ইন্টারনেটের কল্যাণে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের অনেকেই এখন অনলাইনে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিচ্ছেন।

যারা ফ্রিল্যান্সিং কাজের সঙ্গে জড়িত তাদের উপার্জনের অন্যতম পছন্দের মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অনলাইনে রয়েছে এর বিশাল বাজার।

সে লক্ষ্যেই বুকবিডি সিরিজের রচনা ও সম্পাদনায় জ্ঞানকোষ থেকে প্রকাশিত হয়েছে ‘অ্যাফিলিয়েট মার্কেটিং’ বইটি।

বইটিতে আলোচনা করা হয়েছে- অ্যাফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন? অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কি কি দক্ষতা থাকতে হবে? অ্যাফিলিয়েট মার্কেটার হওয়ার সুবিধা, ওয়েবসাইট মার্কেটিং, লিংক বিল্ডিং, অ্যাফিলিয়েট মার্কেটপ্লেসসহ অনেক কিছু।

এছাড়াও বইটিতে বাস্তবধর্মী প্রজেক্ট নিয়ে কাজ করা হয়েছে। আলোচ্য বিষয়গুলো উপস্থাপিত হয়েছে সহজভাবে।

বইটিতে অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও এবং ওয়ার্ডপ্রেস এ তিনটি বিষয় শেখা যাবে। বইটির সঙ্গে রয়েছে ফ্রি ভিডিও টিউটোরিয়াল।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।