ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এলজি স্মার্টফোন কেনায় হায়ার পারচেজ স্কিম আনলো রবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এলজি স্মার্টফোন কেনায় হায়ার পারচেজ স্কিম আনলো রবি

ঢাকা: এলজি’র ফ্ল্যাগশিপ স্মার্টফোন জি৫-সহ ব্র্যান্ডটির বিভিন্ন আকর্ষণীয় স্মার্টফোনে হায়ার স্মার্টফোন স্কিম আনলো রবি। ফলে ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিসহ বান্ডেল অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

দেশের টেলিযোগাযোগ খাতে এই প্রথম হায়ার পারচেজ স্কিমের সুবিধা দিচ্ছে অপারেটরটি।

এ অফারের আওতায় রবি গ্রাহকরা ক্রেডিট কার্ড ছাড়াই প্রতিটি সমান মাসিক কিস্তিতে আকর্ষণীয় হ্যান্ডসেট কেনার সুযোগ পাবেন। সারাদেশে এলজি-বাটারফ্লাই অনুমোদিত শো-রুমগুলোতে এ অফার পাওয়া যাবে।

রবির করপোরেট অফিসে সম্প্রতি এলজি বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের সাথে এ সংক্রান্ত চুক্তিটি সই হয়েছে বলে বৃহস্পতিবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রবি।

রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুপুন বীরাসিংহে, এলজি বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

রবির গ্রাহকরা এই কিস্তি সুবিধায় এলজি’র জনপ্রিয় স্মার্টফোন এলজি কে৭, এলজি কে১০, এলজি ক্লাস ও এলজি জি৫ কিনতে পারবেন।

গ্রাহকরা ৬ থেকে ১২ মাস সময়সীমার মধ্যে কিস্তি সুবিধা গ্রহণ করতে পারবেন। এলজি কে৭’র সাথে রবির ২৫০ মিনিট টকটাইম ও ২ জিবি ইন্টারনেট, এলজি কে১০’র সাথে ৩৫০ মিনিট টকটাইম ও ২ জিবি ইন্টারনেট, এলজি ক্লাস’র সাথে ৪০০ মিনিট টকটাইম এবং ৩ জিবি ইন্টারনেট এবং এলজি’র ফ্ল্যাগশিপ স্মার্টফোন এলজি জি৫’র সাথে ৯০০ মিনিট টকটাইম ও ৫ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

ছয় মাসের কিস্তিতে এলজি কে৭ কেনার জন্য গ্রাহককে মাসে ২ হাজার ১৭ টাকা এবং ১২ মাসের কিস্তিতে ১ হাজার ১২৫ টাকা পরিশোধ করতে হবে। এলজি কে১০ ছয়মাসের কিস্তিতে দাম পড়বে মাসিক ২ হাজার ৭৭৮ টাকা এবং ১২ মাসের কিস্তিতে মাসিক ১ হাজার ৫৫৪ টাকা। এলজি ক্লাস ছয় মাসের কিস্তিতে নেওয়ার জন্য মাসিক ৪ হাজার ৩৮ টাকা এবং ১২ মাসের জন্য মাসিক ২ হাজার ২১৩ টাকা পরিশোধ করতে হবে। অন্যদিকে এলজি জি৫ পাওয়া যাবে ছয় মাসের কিস্তিতে মাসিক ১০ হাজার ৯৪৩ টাকা এবং ১২ মাসের কিস্তিতে ৫ হাজার ৮৬০ টাকায়।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজি সিঙ্গাপুরের আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক পার্ক ইয়ুন চ্যুল, এলজি বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যাডওয়ার্ড কিম, এলজি বাটারফ্লাই লিমিটেড’র পরিচালক মাহাবুব-উর রহমান সজিব, চিফ অপারেটিং অফিসার (সিওও) মুস্তাফিজুর রহমান সাজিদ, নির্বাহী পরিচালক এম. এইস. সুফিয়ানী ও ম্যানেজার (মোবাইল অপারেশন) মোহাম্মদ মনিরুজ্জামান।

রবি’র বিজনেস অপারেশনস’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জ্যঁ-মিশেল অর্নড শানুট, ডিভাইস বিজনেস’র জেনারেল ম্যানেজার মো. আতাউল হক, ম্যানেজার অনামিকা জিনাত সুলতানাও এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।